ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়া সদর সাব রেজিস্ট্রি অফিসের এক কর্মচারির বিরুদ্ধে নানা অভিযোগ

বগুড়া সদর সাব রেজিস্ট্রি অফিসের এক কর্মচারির বিরুদ্ধে নানা অভিযোগ, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া সদর সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি তানজিল আল সরকারের স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন বগুড়া সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকেরা। দলিল লেখকেরা তাকে অপসারণের দাবিতে জেলা রেজিস্ট্রার মো. রফিকুল ইসলামের কাছে অভিযোগ করেছেন।

অভিযোগ করে দলিল লেখক সমিতির সভাপতি  মোকছেদুর রহমান রোজি জানান, দলিল রেজিস্ট্রি করতে গেলে তানজিল আল সরকার মহরারদের সাথে অসদাচরণ করেন। নানা ছুতোয় ফিরিরে দিয়ে ক্রেতা বিক্রেতাদের হয়রানী করেন। তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে অভিযোগ করা হয়েছে। বুধবার ওজলা রেজিস্ট্রার বিষয়টি সুরাহা করার জন্য বসেছিলেন।

তিনি আশ্বাস দিয়েছেন আজ বৃহস্পতিবারের মধ্যে বিষয়টির সুরাহা করবেন। তিনি আরও বলেন তাকে অপসারণের দাবিতে জরুরি ব্যাতিত অন্য সব দলিল লেখা গত রোববার থেকে বন্ধ রাখা হয়েছে। ফলে রেজিস্ট্রি কমে গেছে।

আরও পড়ুন

তানজিল আল সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। জেলা রেজিস্টার মো. রফিকুল ইসলাম জানান, তানজিলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন দলিল লেখকেরা, তাদেরকে নিয়ে বসা হয়েছিলো। বৃহস্পতিবারের মধ্যে বিষয়টির সমাধান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস 

মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে জখম

বগুড়ায় ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান

জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১