আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে নেশাজাতীয় মাদক দ্রব্য ১৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হারুন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে আদমদীঘি রেলওয়ে স্টেশনের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হারুন আদমদীঘি উপজেলার ডালম্বা বস্তি গ্রামের আব্দুস ছামাদের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সোমবার রাত ৮টার দিকে আদমদীঘি রেলওয়ে স্টেশনের পাশে জনৈক তোফাজ্জল হোসেনের চায়ের দোকানের সামনে রাস্তায় মাদক বিক্রি করার সময় অভিযান চালিয়ে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হারুনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনআদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, আজ মঙ্গলবার (১১ জুন) গ্রেফতারকৃত হারুনকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন