শাহজাদপুরে জামাই হত্যার দায়ে শ্বশুর ও তার ভাই ঢাকায় গ্রেপ্তার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের চাঞ্চল্যকর পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের চাঞ্চল্যকর হারুন অর রশিকে তার শ্বশুরবাড়ির লোকজন কর্র্তৃক নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগে শ্বশুরসহ আপন তিন ভাইকে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১১ জুন) শাহজাদপুর আদালতে প্রেরণ করলে আসামিরা আদালতে তাদের সব দোষ স্বীকার করেছে বলে জানা গেছে। এদিকে আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল পিপিএম কামরুজ্জামান সাংবাদিকদের জানান, আসামিদের গতকাল সোমবার দুপুরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকার সাভার এলাকা থেকে শিক্ষক হারুন অর রশিদ খান হত্যার প্রধান তিন আসামি নিহতের শ্বশুর ফখরুল মোল্লা (৪৫) তার দুই ভাই মুকুল মোল্লা (৪৬) ও ইদ্রিস মোল্লাকে (৪০) গ্রেপ্তার করে।
আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে তাদের শাহজাদপুর আদালতে প্রেরণ করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা তাদের সকল দোষ স্বীকার করেছে।
উল্লেখ্য, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের গাজী আলাউদ্দিন খান আলোর ছোট ছেলে শিক্ষক হারুন অর রশিদ খান তার স্ত্রী রেখা খাতুনকে শরিয়া মোতাবেক তালাক দেন নিহত হারুন পাবনা জেলার আমিনপুর থানাধীন রতনগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।
আরও পড়ুনদাম্পত্য জীবনে স্ত্রী রেখা খাতুনের উচ্ছৃঙ্খল জীবনযাপন ও পরকিয়ায় লিপ্ত থাকার ঘটনায় অতিষ্ঠ হয়ে প্রায় তিনমাস পূর্বে শিক্ষক হারুন শরিয়া মোতাবেক তার স্ত্রীকে তালাক দেন।
এতে ক্ষিপ্ত হয়ে উপজেলার বড়মহারাজপুর গ্রামের তার শ্বশুর ফখরুল মোল্লা, চাচা শ্বশুর দুলাল মোল্লা ও ইউপি সদস্য হাশেম এর নেতৃত্বে তাদের সন্ত্রাসীবাহিনী গত ২৪ মে রাতে অস্ত্রের মুখে হারুনকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং পোরজনার মাঠের মধ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
এ ব্যাপারে নিহতের পিতা বাদি হয়ে ১৯ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের পরিবারের দাবি একটাই তাদের ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসির দাবির জানান।
মন্তব্য করুন