ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ছাদে ফুল বাগান করে যুথি সফল উদ্যোক্তা

ছাদে ফুল বাগান করে যুথি সফল উদ্যোক্তা

নিজের আলোয় ডেস্ক: পাবনার ঈশ্বরদী পৌর এলাকার যুথী একজন গৃহবধূ হয়েও সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন যিনি প্রতি মাসে তার বাড়ির ছাদে তৈরি ফুলের বাগান থেকে বেশ ভালো অর্থ উপার্জন করেন। লাল, নীল, বেগুনি, হলুদ ও সবুজ ফুলের বাগান করেছেন ঈশ্বরদী পৌরসভার পেছনে ঠিক পূর্বদিকে মধ্য অরুণখোলার এনামুল হক বাবুর স্ত্রী জান্নাতুল ফেরদৌস যুথি। যেদিকেই তাকাই, তার ফুলের বাগানে রঙিন গাছের মেলা দেখতে পাওয়া যায়। এখন অনেকেই যুথির মতো ফুলের বাগান করতে আগ্রহী।
যদিও যুথি ২০১৯ সালে কয়েকটি গাছ দিয়ে শুরু করেছিল, তার সংগ্রহে এখন ৩০০ টিরও বেশি দেশী এবং বিদেশী ক্যাকটাস এবং রসালো প্রজাতি রয়েছে। আর অনলাইন ও অফলাইনে চারা-ফুল বিক্রি করে মাসে প্রায় ১৫  থেকে ২০ হাজার টাকা আয় করছেন। 
পাঁচ বছরে, তার বাগানে অ্যাঞ্জেল উইং, ক্রিসমাস, লেডিফিঙ্গার, প্যারোডিয়া, ইঁদুরের লেজ, ব্যারেল, মুন, অ্যালো, অ্যালো, ঘৃতকাঞ্চন সহ দেশ-বিদেশের ৩০০ টিরও বেশি ক্যাকটাস এবং বিভিন্ন ধরনের রসালো গাছ রয়েছে।  শখের বশে ফুলের বাগান করা শুরু করলেও তার বাগানই এখন যুথির আয়ের উৎস।
যুথী জানান, করোনার সময় অলস টাইমে বাড়িতে বসে বাগান করার পরিকল্পনা তার মাথায় আসে। "সৌন্দর্য বাড়াতে প্রথমে আমরা ছাদে কিছু ক্যাকটাস ও রসালো গাছ সংগ্রহ করি। কিন্তু সময়ের সাথে সাথে বিনিয়োগ ও চারা সংগ্রহের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে।
বর্তমানে আমার বাগানে কয়েকশ’ দেশী-বিদেশী চারা রয়েছে। যুথি আরও বলেন, নারীরা সবসময়ই স্বাবলম্বী হতে সামাজিক বাধার সম্মুখীন হন। সবার বাইরে যাওয়ার সুযোগ নেই। এই উদ্যোগটি আরও উৎসাহিত করবে যারা ঘরে বসে স্বাবলম্বী হতে চান।"যারা আমার মতো বাগান করতে আগ্রহী তাদের পরামর্শ এবং চারা সংগ্রহ করে আমি সবসময় সাহায্য করব।"যুথির স্বামী এনামুল হক বাবু বলেন,‘ছোটবেলা থেকেই গাছের প্রতি আমার দুর্বলতা। আমি ঈশ্বরদী পৌরসভায় চাকরি করি। আমাদের বাগানে বেশিরভাগ সময় আমার স্ত্রী রক্ষণাবেক্ষণ এবং যত্নের কাজ করেন। আমি শুধু দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে চারা সংগ্রহ করি। বাগানটি এখন বাণিজ্যিকভাবে পরিণত হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা অর্ডার দেন। আমি আমার স্ত্রীকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পৌঁছে দিয়ে সাহায্য করি। নাম ছড়িয়ে পড়ার পর বিভিন্ন জায়গা থেকে বাগানটি দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে। ফুলের বিষয়ে জানতে চাইলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ পারভীন বলেন, ‘সামগ্রিকভাবে, একটি ফুলের বাগান হল একটি জীবন্ত ক্যানভাস; যা উদ্যান পালকদের ফুলের সুরেলা ট্যাপেস্ট্রির মাধ্যমে তাদের সৃজনশীলতা এবং প্রকৃতির প্রতি ভালবাসা প্রকাশ করতে দেয়, যে কোনও বহিরঙ্গন স্থানকে একটি প্রাণবন্ত এবং মনোমুগ্ধকর অভয়ারণ্যে পরিণত করে।' তিনি আরও বলেন, ফুলগুলোকে সাধারণত ভালবাসা এবং যত্নের প্রতীক হিসাবে বিবেচনা করা যেতে পারে। অন্যান্য অনেক আবেগও প্রকাশ করা যেতে পারে-আনন্দ, সুখ, কৃতজ্ঞতা এবং স্নেহ থেকে সহানুভূতি, কৃতজ্ঞতা বা ক্ষমা প্রার্থনা। ফুল আমাদের অনুভূতি প্রকাশ করতে সাহায্য করতে পারে। ফুলের যত্ন নিখুঁতভাবে করা হয়- অন্য কোন বস্তুর মত নয়।

 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন