এবারে বিসিবি’র ২৫ পরিচালকের ২০ জনই নতুন

স্পোর্টস ডেস্ক : এবারের বিসিবি পরিচালনা পর্ষদে নতুনের সমাহার। ২৫ জনের বোর্ডে পুরোনো মুখ মাত্র পাঁচজন; ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম, ইফতিখার রহমান মিঠু ও মঞ্জুর আলম। যারা আগে একবার হলেও বোর্ড পরিচালক পদে ছিলেন। কিন্তু বাকি ২০ জন একদমই নতুন। এর মধ্যে ক্যাটাগরি-১ মানে জেলা ও বিভাগ থেকে আমিনুল ইসলাম বুলবুল আর নাজমুল আবেদিন ছাড়া যে আটজন (আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী, রাহাত শামস, শাখাওয়াত হোসেন, মোখলেসুর রহমান ও মোহাম্মদ হাসানুজ্জামান) প্রথমবার বিসিবি পরিচালক হলেন।
অন্যদিকে ক্যাটাগরি-২ তথা ঢাকার ক্লাব কোটায় ইফতিখার রহমান মিঠু ও মঞ্জুর আলম এর আগেও বোর্ডে ছিলেন। বাকি ৯ জন (ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, ফাইয়াজুর রহমান মিতু, আদনান দীপন, আবুল বাশার শিপলু ও এম নাজমুল হোসেন) প্রথম বোর্ড কর্তা হলেন।
আরও পড়ুনক্যাটাগরি ১ ও ২ থেকে ১৭ জন নতুন। তার সাথে যুক্ত হবেন আরও তিনজন। একজন ক্যাটাগরি-৩ থেকে খালেদ মাসুদ পাইলট। আর দুজন নতুন জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় আরও দুজন; এম ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। মোট ২০ জন নতুন পরিচালক, যারা প্রথমবার বিসিবিতে আসলেন।
মন্তব্য করুন