ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

নওগাঁর ধামইরহাটে যুবকের লাশ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে যুবকের লাশ উদ্ধার, ছবি: দৈনিক করতোয়া ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলা আড়ানগর ইউনিয়নের ফতেপুর-চকগৌরী গ্রামীণ সড়কের পাশ থেকে আজ মঙ্গরবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম নিতাই রবিদাস (৩২)। সে সেননগর গ্রামের বিনয় রবিদাসের ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সেননগর গ্রামের নিতাই রবিদাস গত সোমবার দুপুরে ধামইরহাটে কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়। রাত পর্যন্ত বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তার ব্যবহৃত মুঠোফোনে বন্ধ থাকায় কোন খবর না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয়। পরের দিন মঙ্গলবার জানতে পারেন, ফতেপুর-চকগৌরী সড়কের ফতেপুর সাবেক ব্র্যাক ব্যাংকের পূর্ব দিকে পাকা রাস্তার পার্শে ড্রেনে একটি লাশ পড়ে আছে। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি নিতাই রবিদাসের শনাক্ত করে। লাশের মাথায় মারাত্মক জখমের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে হত্যা করেছে। নিহত নিতাই রবিদাস ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি কার্যালযে ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতো। তবে গত সেপ্টেম্বর থেকে সেই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. ইমাম জাফর বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু

ভবিষ্যত বিএনপি কেমন হবে, জানালেন তারেক রহমান

ইসরায়েল একটি পুরো জাতিকে মুছে ফেলতে চায় : গ্রেটা থুনবার্গ

সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন বুলবুল

ভারতের সঙ্গে সম্পর্কে বিএনপির নীতি কী হবে, প্রশ্নে যা বললেন তারেক রহমান