ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

জুবিনকে বিষ দিয়ে মারা হয়েছে— দাবি গ্রেপ্তার হওয়া সহশিল্পীর

জুবিনকে বিষ দিয়ে মারা হয়েছে— দাবি গ্রেপ্তার হওয়া সহশিল্পীর

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু ঘিরে নিয়েছে এক নতুন মোড়! এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তার ব্যান্ডের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী পুলিশের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর দাবি করেছেন। বলেছেন, জুবিন সাঁতার জানতেন, তাই পানিতে ডুবে তার মৃত্যু অসম্ভব; তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মাই তাকে বিষ খাইয়ে হত্যা করেছেন।

গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান জুবিন গার্গ। স্কু ডাইভিংয়ের পর তার মারাত্মক অবস্থা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু তার মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, তাই তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করে আসাম সরকার। এই তদন্তের অংশ হিসেবে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মোহন্ত, গায়িকা অমৃতপ্রভ মাহান্ত এবং ব্যান্ডের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে শেখরজ্যোতি জানিয়েছেন, সিঙ্গাপুরে প্যান প্যাসিফিক হোটেলে জুবিনের সঙ্গে ছিলেন তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। তবে গায়কের মৃত্যুর ঠিক আগে সিদ্ধার্থ ভীষণ রহস্যজনক আচরণ করছিলেন। এখানেই শেষ নয়! জুবিনের টিমের ড্রামারের আরও বিস্ফোরক দাবি, মৃত্যুর দিন ম্যানেজার সিদ্ধার্থ একপ্রকার জোর করেই বোটের গতিবিধি নিজের কন্ট্রোলে রাখেন।

শেখরজ্যোতি আরও জানান, এমনকি বোটচালককেও সেখান থেকে সরিয়ে দিয়ে বাকি সমস্ত যাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলে দেয়। আর কেউ যাতে এই বিষয়ে নাক না গলায়, সেই নির্দেশও দিয়েছিল অন্য আরেকজনকে। জলের মধ্যে জুবিনের যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখন তার ম্যানেজার চিৎকার করে বলেছিল- ‘ওকে ছেড়ে দাও’। 

আরও পড়ুন

তদন্তকারীদের কাছে শেখরজ্যোতি বলেন, ‘জুবিন নিজে ভালো সাঁতারু ছিল। ও আমাকে আর শর্মাকে সাঁতার কাটা শিখিয়েছে। ওর পক্ষে জলে ডুবে মরে যাওয়া সম্ভব নয় কোনোভাবেই। শ্যামকানু মোহন্তের সঙ্গে পরামর্শ করে সিদ্ধার্থ শর্মাই জুবিনকে বিষ খাইয়েছে; আর ইচ্ছে করেই সিঙ্গাপুরকে বেছে নিয়েছিল। এমনকি সিদ্ধার্থ কাউকে ওই বোটের ভিডিও শেয়ার করতেও মানা করেছিল।

এই ঘটনায় আসাম পুলিশ সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মোহন্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। দিল্লির আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অন্যদিকে, শ্যামকানু মোহন্ত তার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের অভিযোগ এনে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। তদন্তকারীরা সিদ্ধার্থ শর্মার জবাবে সন্তুষ্ট নন বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ছেলের বউকে ধর্ষণ ও  যৌন হয়রানির ঘটনায় নিহত গৃহবধূর স্বামী সোহান আটক

আমি মেয়েদের সঙ্গে আরো বেশি দিন বাঁচতে চাই : তিন্নি

উজিরপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

অভিভাবকহীন রাজশাহী পরিচ্ছন্ন  নগরীর তকমা হারাচ্ছে

কোম্পানীগঞ্জে জালে আটকা পড়ল বৃদ্ধের মরদেহ

জুলাই সনদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠক