ট্রাম্প-হামাসের সম্মতি নিয়ে যা বললেন শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার ইসরাইলি জিম্মিদের মুক্তি ও সংঘাত বন্ধের পরিকল্পনার প্রতি হামাসের আংশিক রাজিতে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনার দরজা খুলে দিয়েছে বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
শনিবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘হামাসের রাজিতে যুদ্ধবিরতি ও শান্তির জন্য একটি জানালা তৈরি করেছে, যা বন্ধ হওয়া উচিত নয়।’ তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সুযোগ কাজে লাগিয়ে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান।
শাহবাজ ফিলিস্তিনে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ‘কূটনৈতিক অগ্রগতি এখন গাজার জনগণের স্বস্তিতে রূপান্তরিত হতে হবে।’এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেছে, ‘এটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি নিশ্চিত করার, নিরীহ ফিলিস্তিনিদের রক্তপাত বন্ধ করার, জিম্মি ও বন্দীদের মুক্তি দেওয়ার, মানবিক সহায়তা নিশ্চিত করার এবং স্থায়ী শান্তির জন্য রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার গুরুত্বপূর্ণ সুযোগ। ইসরাইলকে অবিলম্বে আক্রমণ বন্ধ করতে হবে।’
আরও পড়ুনএর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে শাহবাজ- ট্রাম্প, কাতার, সৌদি আরব, তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইন্দোনেশিয়ার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা শুরু হওয়ার পর থেকে আমরা যুদ্ধবিরতির আরও কাছে পৌঁছেছি। পাকিস্তান সর্বদা ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে।”
মন্তব্য করুন