ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

আমি নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান : ট্রাম্প

আমি নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান : ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মাত্র কয়েক মাসে ৭টা যুদ্ধ থামিয়ে দিয়েছেন। এজন্য তাকে নোবেল শান্তি পুরস্কার উচিত। তাকে পুরস্কার না দেয়া হলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় অপমান’। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার কুয়ানটিকোয় শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গাজা সংঘাত বন্ধে দেওয়া ২০ দফা প্রস্তাবের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা এটা মিটিয়ে ফেলেছি। দেখা যাক। হামাসকে রাজি হতে হবে, আর যদি তারা রাজি না হয়, তাহলে তাদের জন্য এটা খুবই কঠিন হবে। সমস্ত আরব দেশ, মুসলিম দেশ, রাজি হয়েছে। ইসরাইল রাজি হয়েছে। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার।’ বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর ক্ষেত্রে নিজের মধ্যস্থতার দাবি করেছেন ট্রাম্প। এর মধ্যে ভারত-পাকিস্তান সংঘর্ষের পাশাপাশি রয়েছে ইরান-ইসরাইল সংঘর্ষও। যদিও দফায় দফায় চেষ্টা করেও রুশ-ইউক্রেন যুদ্ধে এখনও পর্যন্ত কোনো ইতি টানতে পারেননি তিনি। থামাতে পারেননি গাজায় ইসরাইলি আগ্রাসনও।

এরপরও ট্রাম্প দাবি করেন, তিনি গত কয়েক মাসে ৭টা যুদ্ধ থামিয়েছেন। গাজা সংঘাত বন্ধে ঘোষিত পরিকল্পনা কার্যকর হলে আটটি সংঘাতের সমাধান হবে। তার ভাষ্য, ‘এটা বেশ ভালো। কেউ কখনও এটা করতে পারেনি।’ এরপর নোবেল প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এজন্য আমি কি নোবেল পুরস্কার পাব? একেবারেই না। তারা এটা এমন একজনকে দেবে যে কিছুই করেনি। তারা এটা এমন একজনকে দেবে যে ডোনাল্ড ট্রাম্পের মন এবং যুদ্ধের সমাধানের জন্য কী প্রয়োজন তা নিয়ে একটি বই লিখেছে... নোবেল পুরষ্কার একজন লেখকের কাছে যাবে। দেখি কি হয়।’

আরও পড়ুন

ট্রাম্প আরও বলেন, ‘সেটা হবে আমাদের দেশের জন্য বড় অপমান। আমি আপনাদের বলছি, আমি এটা চাই না। আমি চাই আমাদের দেশ এটা পাক। আমাদের দেশের এটা পাওয়া উচিত কারণ এর আগে এমন কিছু ঘটেনি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ বছরে চ্যানেল আই

নারায়ণগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

দুর্গাপূজাকে নস্যাৎ করতে পার্শ্ববর্তী দেশ থেকে আন্তর্জাতিক চক্রান্ত চলছে : রিজভী

এসিসি’র সভায় কথা কাটাকাটি, নতুন শর্ত নাকভির

মিয়ানমারের ভেতরেই রোহিঙ্গা সংকটের সমাধান : ইউএনএইচসিআর প্রধান

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান