ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

কাইরাতকে গোলবন্যায় স্বাগত জানালো রিয়াল

কাইরাতকে গোলবন্যায় স্বাগত জানালো রিয়াল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: প্রথম বারের মত খেলতে আসা কাইরাত আলমাতিকে গোলবন্যায় স্বাগত জানাল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের হ্যাটট্রিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। অপর ম্যাচে হোঁচট খেয়েছে লিভারপুল। গালাতাসারাইয়ের কাছে ১-০ গোলে হেরেছে আর্না স্লটের শিষ্যরা। অন্যদিকে হার দিয়ে আসর শুরুর পর সৌভাগ্যের জয় পেল চেলসি।

ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পায় প্রথমবার চ্যাম্পিয়নস লিগে খেলা কাইরাত। খেলার মাত্র ১৩ সেকেন্ডেই এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেন দাস্তান। এরপরই অবশ্য শুরো রিয়াল শো। ২৫ মিনিটে শেরখান মাস্তানতুয়োনোকে ফাউল করলে, পেনাল্টি থেকে প্রথম গোল করেন এমবাপ্পে। প্রথমার্ধে আরও একটি সুযোগ মিস করলেও দ্বিতীয়ার্ধে ফিরেই ঝলক দেখান তিনি। ৫২ মিনিটে কোর্তোয়ার লম্বা ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে এমবাপ্পে জোড়া গোল পূর্ণ করেন। অবশেষে ৭৩ মিনিটে আরদা গুলেরের পাসে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এই ফরাসি স্ট্রাইকার। ৮৩ মিনিটে বদলি নেমে নিজের প্রথম ইউরোপীয় গোল করেন এদুয়ার্দো কামাভিঙ্গা। আর যোগ করা সময়ে গোল করে ম্যাচের শেষ হাসি হাসেন আরেক বদলি ব্রাহিম দিয়াজ।

গালাতাসারের বিপক্ষে বল দখলে ও আক্রমণে শুরু থেকেই আধিপত্য ছিল লিভারপুলের। ম্যাচের ১৪তম মিনিটেই প্রথম সুযোগ হাতছাড়া করে আর্না স্লটের শিষ্যরা। ওয়ান অন ওয়ান পজিশনে গোল আদায়ে ব্যর্থ হন হুগো একিতেকে। ফিরতি বল পেয়ে শট নেন কোডি গাকপো। গোললাইনে তখন গোলরক্ষক না থাকলেও তার সে শট ব্লক করে দেন ইসমাইল জ্যাকবস। এরপরই পিছিয়ে পড়ে লিভারপুল। ডি-বক্সে তাদের ফরোয়ার্ড ইলমিজ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ওসিমেন। দ্বিতীয়ার্ধে গাকপোর বদলি হয়ে মোহাম্মদ সালাহ নামলেও বদলায়নি লিভারপুলের ভাগ্য। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে অলরেডরা।

আরও পড়ুন

স্টামফোর্ড ব্রিজে ৫৭ শতাংশ সময় বল দখলে রেখে ৮টি শট নিয়ে ৩টি গোলমুখে রেখেও বেনফিকার জালে বল জড়াতে পারেনি চেলসি। তবে জয়টা ঠিকই পেয়েছে তারা। তাদের গোল উপহার দিয়েছেন প্রতিপক্ষ দলের মিডফিল্ডার রিচার্ড রিওস। ১৮তম মিনিটে গোললাইনের কাছ থেকে গার্নাচোর পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান এ কলম্বিয়ান। পুরো ম্যাচে ৯টি শট নিয়ে ৩টি গোল লক্ষ্য বরাবর রাখতে পারলেও জালের দেখা পায়নি বেনফিকা। তাতে জোসে মরিনহোকে স্টামফোর্ড ছাড়তে হয় হার নিয়ে। জয় পেলেও ম্যাচের শেষদিকে ধাক্কাও খায় ব্লুজ। জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জোয়াও পেদ্রো। ফলে পরের ম্যাচে তাকে পাচ্ছে না চেলসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ৪ দিন বন্ধ

প্রবাসীদের ভোট দিতে আহবান জানালেন সিইসি

জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খাগড়াছড়ির মারমা কিশোরীকে ধর্ষণের আলামত মেলেনি

জুবিনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২ 

ঢাকা-আরিচা মহাসড়কে স্থানীয়দের অবরোধ, ৫ কিলোমিটার যানজট