ভিডিও সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ক্রীড়া উপদেষ্টা ও সাকিবের পাল্টাপাল্টি পোস্ট

ক্রীড়া উপদেষ্টা ও সাকিবের পাল্টাপাল্টি পোস্ট, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: গত বছরের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান। ‘এর রেশে’ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি পোস্টের বিপরীতে ফের নিজের পেজে ‘ইস্যু ফলোআপ স্টাইলে’ পোস্ট দেন সাকিব। পোস্টে কেউ কারও নাম সরাসরি উল্লেখ করেননি।

তবে কে কাকে ইঙ্গিত করে কী বার্তা দিতে চেয়েছেন, তা বোধ হয় বুঝতে সমস্যা হয়নি নেটিজেনদের।রোববার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান সাকিব। সেই পোস্টের কিছুক্ষণ পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি পোস্ট করেন ফেসবুকে, যা সাড়া ফেলে নেটিজেনসহ দেশবাসীর মাঝে।

সাকিবের পোস্টের ক্যাপশনে লেখা, ‘শুভ জন্মদিন আপা’। সঙ্গে ২০১৫ সালে গণভবনে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে তোলা নিজের একটি ছবি জুড়ে দেন তিনি।মূলত, সাকিব আল হাসানের পোস্টের কিছুক্ষণ পর একটি পোস্ট করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু, আমিই ঠিক ছিলাম। আলোচনা শেষ।’ সেই পোস্টের কমেন্ট বক্সে বেশিরভাগ নেটিজেনদের মন্তব্যে সাকিবের প্রতি ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে।

আরও পড়ুন

অনেকেরই ধারণা, আসিফের পোস্টে ‘একজনকে পুনর্বাসন না করা’ বলতে আসিফ মাহমুদ অন্য কেউ না, বরং সাকিবকেই বুঝিয়েছেন। সেটা যে সাকিবও বুঝেছেন, তা স্পষ্ট হয়েছে পরে তার একটি স্ট্যাটাসে। তবে, এখানে শেষ হলেও পারতো। আসিফ মাহমুদের পোস্টের পর অনেকটা পাল্টা জবাবে আরেকটি পোস্ট করেন সাকিব।

সাকিব লেখেন, ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার  জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীইয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরার একটি আসন থেকে নির্বাচনে লড়ে জয়লাভ করেন সাকিব। সে বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি; এমপি পদ হারান সাকিব। সেই থেকে আর দেশে ফেরেননি এই অলরাউন্ডার। মাঝে জাতীয় দলের দুইটি অ্যাওয়ে সিরিজ ছিল ভারত ও পাকিস্তানে। সাকিব বাইরে থেকেই দলের সঙ্গে যোগ দেন। সিরিজ শেষে আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা

রাশিয়া থেকে এলো সাড়ে ৫২ হাজার মেট্রিকটন গম

বিশ্ব হার্ট দিবস আজ

পাবনায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস