ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি মিঠুন মানহাস

আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি হলেন সাবেক ক্রিকেটার এবং জম্মু ও কাশ্মির ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রশাসক মিঠুন মানহাস।
রোববার মুম্বাইয়ে বিসিসিআই-এর ৯৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি বিনা প্রতিদ্বন্দ্বতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন। বিসিসিআই তাদের নিজস্ব ওয়েবসাইটে এজিএমের সিদ্ধান্তসমূহ জানিয়েছে। সেখানে মিঠুন মানহাস সভাপতি নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
বিসিসিআই সভাপতি নির্বাচনের আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষস্থানীয় নেতা এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বাসভবনে এক বৈঠক হয়েছিল। ওই বৈঠকেই মূলত বিস্ময়করভাবে মিঠুন মানহাসের নাম আসে।
বিসিসিআই সভাপতি নির্বাচনে সৌরভ গাঙ্গুলি, হরভজন সিং এবং কিরণ মোরে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু শীর্ষ পর্যায় থেকে মানহাসের নাম আসায় তারা আর মনোনয়ন সংগ্রহ করেননি।
আরও পড়ুনএ নিয়ে টানা তৃতীয়বার সাবেক ক্রিকেটার বিসিসিআই-এর সভাপতি হলেন। এর আগে সৌরভ গাঙ্গুলি ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এরপর ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী পেসার রজার বিন্নি দায়িত্বে ছিলেন। এবার মানহাস দায়িত্ব নিলেন।
৪৫ বছর বয়সী মানহাস আন্তর্জাতিক কোন ম্যাচ খেলেননি। দীর্ঘ ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা আছে তার। কোচিংয়ের সঙ্গেও ছিলেন তিনি। কাজ করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও।
নতুন দায়িত্ব নিয়ে মানহাস জানিয়েছেন, তার কোন এজেন্ডা নেই। তিনি কেবল ভারতের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চান, ‘বিশ্বের সবচেয়ে ভালো ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়া আমার জন্য সম্মানের। এটা অনেক বড় দায়িত্বও। আমি সর্বোচ্চ আবেগ ও ত্যাগ নিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করবো। ক্রিকেটার ও প্রশাসক হিসেবে আমার কাজই আমার পক্ষে কথা বলেছে। যা সামনেও সহায়তা করবে।’
মন্তব্য করুন