মনোনয়নপত্র জমা দিলেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনে রেখে গত ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ করা হয়। গতকাল সেই মনোনয়নপত্র গ্রহণ করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রতিনিধি।
আজ (২৮ সেপ্টেম্বর) সেই প্রতিনিধিই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ নির্বাচনকে কেন্দ্র করে মোট ৬০ জন প্রার্থী তিনটি ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ক্লাব সংগঠকদের ক্যাটাগরি-২ থেকে সর্বোচ্চ ৩২ জন, ক্যাটাগরি-১ থেকে ২৫ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ৩ জন মনোনয়ন ফর্ম নিয়েছেন। ক্যাটাগরি-১ এ বিভিন্ন বিভাগের মধ্যে ঢাকা থেকে ৩ জন, চট্টগ্রাম থেকে ৫ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন ও বরিশাল থেকে একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাংলাদেশ দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলটও ক্যাটাগরি-১ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। তামিম ইকবাল ক্লাব ক্যাটাগরি-২ থেকে মনোনয়ন নিয়েছেন।
আরও পড়ুনঢাকার ঐতিহ্যবাহী ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর পদে মনোনয়ন নিয়েছেন তামিম। ক্যাটাগরি-৩ থেকে মনোনয়ন নিয়েছেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ক্রিকেটার জুলফিকার আলি খান। খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক কাউন্সিলর পদে মনোনয়ন নিয়েছেন।
বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ঢাকা বিভাগের নাজমুল আবেদীন ফাহিম ও জামালপুর জেলার রেদোয়ান ফুয়াদ মনোনয়ন সংগ্রহ করেছেন। রাজশাহী থেকে মুখলেসুর রহমান শামীম ও মোহাম্মদ হাসিবুল আলম মনোনয়ন নিয়েছেন। চট্টগ্রাম বিভাগের জন্য আহসান ইকবাল ও মীর হেলাল প্রার্থী হয়েছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। একই দিন বিকেল ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর, রাজধানীর একটি হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা ও রাত সাড়ে ৭টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন