ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আফগানদের বিপক্ষে টি২০ সিরিজেও থাকছেন না লিটন

আফগানদের বিপক্ষে টি২০ সিরিজেও থাকছেন না লিটন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লিটন কুমার দাসের বাঁ-পাঁজরের চোট সারতে দুই সপ্তাহ লাগতে পারে। বিসিবি’র নির্বাচক প্যানেলকে মেডিকেল বিভাগ থেকে সেরকম রিপোর্ট দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের দলে থাকছেন না তিনি। ভারপ্রাপ্ত অধিনায়ক করা হতে পারে জাকের আলীকে। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ভারপ্রাপ্ত ছিলেন তিনি। লিটনের খেলতে না পারার অর্থ হলো টি২০ দলে পরিবর্তন আসছে। মেহেদী হাসান মিরাজের ওয়ানডে দলেও একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। শ্রীলঙ্কা সফরে থাকা নাঈম শেখ টিকে যেতে পারেন। লিটন দাস বাদ পড়লে ওয়ানডে দলেও দেখা যেতে পারে সাইফ হাসান ও নুরুল হাসান সোহানকে।

এশিয়া কাপে ১৬ জনের দল নিয়ে খেলেছে বাংলাদেশ। লিটনের জায়গায় দেখা যেতে পারে সৌম্য সরকার বা আফিফ হোসেনকে। গতকাল এনসিএল টি২০ ম্যাচে রান পেয়েছেন খুলনার এ দুই ব্যাটার। ১৮৫.২৯ স্ট্রাইকরেটে ৩৪ বলে ৬৩ রান করেছেন সৌম্য। মিডলঅর্ডারে আফিফ হোসেন ৫০ রান করেন ৪৫ বলে। স্ট্রাইকরেট ১১১.১১ হলেও ইনিংস গড়তে ভূমিকা রেখেছেন তিনি।

আরও পড়ুন

বিসিবি’র কোচ মিজানুর রহমান বাবুল মনে করেন, লিটনের বিকল্প আফিফকে নেওয়া হলে ভালো। অস্ট্রেলিয়া সফর চার নম্বরে ভালো ব্যাটিং করেছেন তিনি। ২, ৩ ও ৫ অক্টোবর আরব আমিরাতের শারজাহতে হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। দ্বিপক্ষীয় এই সিরিজের জন্য বোলিং লাইনআপে পরিবর্তন আনার সম্ভাবনা কম। আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে আবুধাবিতে ৮, ১১ ও ১৪ অক্টোবর। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে পাঁচজন ক্রিকেটার যোগ দিতে পারেন ওয়ানডে দলে। তারা হলেন অধিনায়কের সঙ্গে নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, নাহিদ রানা ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। টি২০ সিরিজ শেষে আমিরাত থেকে ফিরতে পারেন পেসার শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী ও নাসুম আহমেদ। আজ দল ঘোষণা করা হলে চোট পুনর্বাসনের জন্য দেশে ফিরতে হতে পারে লিটনকে।

বিসিবি’র একটি সূত্রে জানা গেছে, আজ দল ঘোষণা করা হবে। কাল বা পরশু দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন মিরাজরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগে থেকেই দলের সঙ্গে রাখা হতে পারে তাদের। বিষয়টি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। তবে মিরাজরা এনসিএল টি২০ লিগে খেলায় ৪ অক্টোবর আবুধাবি গেলে অবাক হওয়ার কিছু নেই। বিসিবি’র একজন কর্মকর্তা জানান, আগে গেলে ভালো প্র্যাকটিস হবে শান্তদের। এ ছাড়া টি২০ দলে বিকল্প প্রয়োজন হলে মিরাজকে খেলাতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল গ্রুপে নিয়োগ, থাকছে না বয়সসীমা

বান্দরবানে ৪ কোটি টাকার ইয়াবা, ১০ লাখ টাকাসহ ২ নারী আটক

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে : তারেক রহমান

নির্বাচক পদ থেকে রাজ্জাকের পদত্যাগ, করবেন বিসিবি নির্বাচন

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নারীসহ নিহত ৪

মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর