ভিডিও সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

গাজায় একই পরিবারের ২৫ জনকে হত্যা

গাজায় একই পরিবারের ২৫ জনকে হত্যা। ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজাজুড়ে হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েল। গাজা শহরের সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে চালানো এই হামলায় একাধিক বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, এখনও প্রায় ৫০ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। আল জাজিরার খবরে বলা হয়, উদ্ধারকারীরা এবং সাধারণ মানুষ খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে বেঁচে থাকা মানুষদের বের করার চেষ্টা করছেন। ইতোমধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আটকা পড়াদের পরিবারগুলো জানিয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও শোনা যাচ্ছে আত্মীয়স্বজনের আর্তনাদ।

গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবির, দক্ষিণ-পশ্চিমে তাল আল-হাওয়া এলাকা এবং নাসর জেলায় ল্যাভাল টাওয়ারের পাশের একটি বাড়িতেও ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে আরও একটি হামলায় অন্তত সাতজন নিহত হন, যাদের মধ্যে চার শিশু রয়েছে।

আরও পড়ুন

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ৬৫ হাজার ২৮৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৬৬ হাজারের বেশি মানুষ। এছাড়া অনাহার ও দুর্ভিক্ষে এখন পর্যন্ত ৪৪০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৪৭ শিশু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

নোয়াখালী পৌর আ.লীগের সভাপতি ঢাকায় গ্রেফতার

বিশ্বকাপ খেলতে কাল দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল

উত্তর দিতে পেরে আমি আনন্দিতঃ মিথিলা

বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে: রিজভী

অ্যালোভেরা জুসের উপকারিতা