ভিডিও সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ভারতের কাছে টানা দুই হার, যে অভিযোগ তুললেন পাক অধিনায়ক

ভারতের কাছে টানা দুই হার, যে অভিযোগ তুললেন পাক অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে ভারতের কাছে দুই দুইবার হেরেছে পাকিস্তান। গ্রুপপর্বের পর সুপার ফোরের দ্বৈরথে ৬ উইকেটে হেরে গেছে ম্যান ইন গ্রিনরা। মাঠের ব্যর্থতার পর পাক অধিনায়ক সালমান আলি আঘা আঙুল তুলেছেন আম্পায়ারের দিকে। সঠিক পরিকল্পনা না নেওয়ায় নিজেদের বোর্ডকেও দায়ী করেছেন তিনি।

সুপার ফোরে ভারত ও পাকিস্তান মহারণে ফখর জামানের উইকেট ঘিরে বিতর্ক হয়েছে। হার্দিক পাণ্ডিয়ার বল ফখরের ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে যায়। সঞ্জু স্যামসন ক্যাচ ধরলেও তার আগে বল মাটিতে পড়েছে কি না তা নিয়ে সন্দেহ ছিল। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে আউট দেন। পাকিস্তানের ধারাভাষ্যকাররা সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। একই কথা শোনা গিয়েছে সালমানের মুখে। খেলা শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, আম্পায়ারের ভুল হতেই পারে।

আমার মতে, বল আগে মাটিতে পড়েছিল। আম্পায়ারের ভুলের খেসারত আমাদের দিতে হল। তবে আমি ভুলও হতে পারি। এশিয়া কাপে ব্যাটাররা রান পাচ্ছেন না। এ জন্য পাকিস্তানের মাঠের উইকেটকে দায়ী করেছেন সালমান আঘা। তিনি বলেন, লাহোরের মাঠে গড় রান ২০০। কিন্তু তারপর বাংলাদেশ, আমেরিকা, শারজাহ ও দুবাইয়ের পিচে অত রান করতে পারছি না। কারণ, এখানকার পিচ অন্য রকম। এখানে ২০০ হবে না। এই পরিস্থিতিকে আমাদের সম্মান দিতে হবে।

আরও পড়ুন

সালমানের মতে, পাটা উইকেট না করে নিজেদের দেশেও যদি তারা একটু কঠিন উইকেট পেতেন, তাহলে বড় প্রতিযোগিতায় তাদের সুবিধা হত। তিনি বলেন, আমাদের দেশের মাটিতে ভালো উইকেট দেওয়া উচিত। নইলে আর কী লাভ? ওখানে রান করছি। বাইরে গিয়ে সমস্যা হচ্ছে। বিশ্বের বাকি সব দেশের থেকে আমাদের পিচ আলাদা হচ্ছে। এতে আমরাই সমস্যায় পড়ছি।

প্রসঙ্গত, রোববারের মহারণে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানের পুঁজি পেয়েছিল পাকিস্তান। জবাবে সাত বল বাকি থাকতে সেই রান তুলে নেয় ভারত। ৬ উইকেটে জেতে তারা। অভিষেক শর্মা ও শুভমান গিলের ওপেনিং জুটির কোনও জবাব পাকিস্তানের বোলারদের কাছে ছিল না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে ম্যানসিটি’র সাথে ড্র আর্সেনালের

লা লিগায় দাপুটে জয় বার্সা’র

গাজায় ২৪ ঘন্টায় আরও ৭৫ ফিলিস্তিনিকে হত্যা

বিসিবি সভাপতির আলোচিত নির্বাচনী চিঠি অবৈধ চেয়ে হাইকোর্টে রিট

আমাদের দেশে ট্যাক্স দেয় কিন্তু সেবা পায় না : অর্থ উপদেষ্টা

নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা