ভিডিও রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে দ্বিতীয়

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে দ্বিতীয়। প্রতীকী ছবি

আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। ১৭২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে ১৮৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) মার্চ) সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ১৬৭। চতুর্থ স্থানে থাকা কঙ্গোর রাজধানী কিনশাসার স্কোর ১৫৮। পঞ্চম স্থানে ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর ১৫৭। ১৪৫ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে ইরানের তেহরান।

আরও পড়ুন

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপ বয়কট করতে চেয়েছিল পাকিস্তান

আবারও এমবাপের গোলে জয় রিয়ালের

শিক্ষার্থীরা জানুয়ারিতে নতুন পাঠ্যবই হাতে পাবেন : অর্থ উপদেষ্টা

ঘরের মাঠে চেলসিকে হারালো ম্যানইউ

তারা আমাদের থামাতে পারবে না : ইরানি প্রেসিডেন্ট

দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী