বেটিং অ্যাপ মামলায় হাজিরা দিতে ইডি দপ্তরে মিমি

বিনোদন ডেস্ক : অবৈধ জুয়ার অ্যাপ, অর্থাৎ অনলাইন বেটিং অ্যাপের মামলায় হাজিরা দিতে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তরে পৌঁছান অভিনেত্রী মিমি চক্রবর্তী।
জানা গেছে, সোমবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ ইডি দপ্তরে পৌঁছান মিমি। এসময় তার পরনে ছিল সাদা ওভারসাইজ শার্ট এবং জিনস। হাতে ছিল বেশ কিছু নথিপত্র। হাসিমুখেই কেন্দ্রীয় তদকারী সংস্থার দপ্তরে পৌঁছতে দেখা যায় অভিনেত্রীকে। এর আগে রবিবার বেটিং অ্যাপ মামলায় ইডি থেকে সমন পাঠিয়ে অভিনেত্রীকে তলব করা হয়।
আরও পড়ুনপ্রসঙ্গত, গত বছর থেকে এই অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে বহু বলিউড, দক্ষিণি সিনেতারকাদের পাশাপাশি ক্রিকেটারদের নামও চর্চার শিরোনামে এসেছে। সেই তালিকাতেই রয়েছেন মিমি এবং অঙ্কুশ হাজরাও। জানা গেছে, নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলতি তদন্তের প্রক্রিয়া হিসেবেই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই অঙ্কুশকেও ইডির দপ্তরে হাজিরা দিতে হবে, বলে খবর। অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জেরে এযাবৎকাল বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির একাধিক তারকাকে আইনি জটিলতায় পড়তে হয়েছে। সেই তালিকায় যেমন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্ধসঢ়;গুবতী, প্রকাশ রাজ রয়েছেন, তেমনই হরভজন সিং, উর্বশী রাওতেলা, সুরেশ রায়নার নামও রয়েছে। গত জুন মাসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বয়ান রেকর্ড করেছেন সুরেশ, হরভজন-সহ একাধিক তারকা।
মন্তব্য করুন