ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচনে শীর্ষ ৪ পদে কে কত ভোট পেলেন?

জাকসু নির্বাচনে শীর্ষ ৪ পদে কে কত ভোট পেলেন?

অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪০ ঘণ্টারও বেশি সময় পর আজ শনিবার বিকালে এ ফল ঘোষণা শুরু হয়। সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভিপি ও জিএসের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এতে ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু ও জিএস পদে শিবির প্যানেল থেকে মো. মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে এজিএস (ছাত্র) পদে ফেরদৌস আল হাসান ও এজিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী।

জানা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৯২ ভোট।

আরও পড়ুন

আর সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত মাজহারুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম পেয়েছেন এক হাজার ২৩৮ সহ-সাধারণ সম্পাদক (এজিএস) (পুরুষ) পদে নির্বাচিত শিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান পেয়েছেন ২ হাজার ৩৫৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রার্থী জিয়া উদ্দিন আয়ান পেয়েছেন ২ হাজার ১৪ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) (নারী) পদে নির্বাচিত শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা পেয়েছেন ৩ হাজার ৪০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত প্যানেলের মালিহা নামলাহ পেয়েছেন এক হাজার ৮৩৬ ভোট। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে - মৎস্য উপদেষ্টা

বগুড়ার শিবগঞ্জে রহবল হাইস্কুলের প্রধান শিক্ষক মাসাধিকাল ধরে কর্মস্থলে অনুপস্থিত

এনসিএল টি-২০ উপলক্ষে নতুন সাজে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম

করতোয়া কুরিয়ারের সাবেক মহা-ব্যবস্থাপক জাহেদুল ইসলামের ইন্তেকাল

বগুড়ায় অবৈধ দোকানীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান