ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুভর্তি ট্রাক লুট
_original_1757762515.jpg)
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুরে জামুর্কি এলাকায় গরুভর্তি একটি ট্রাক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অস্ত্রের মুখে ট্রাকচালককে মারধরের পর ট্রাকটি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী খামারি।
গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে লুট হওয়া ট্রাকটি উত্তরা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে ট্রাকে থাকা ৮টি গরুর হদিস মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে ভাই ভাই ডেইরী ফার্মের মালিক মোকছেদ আলী।
মোকছেদ আলী জানান, গত বুধবার রাতে বগুড়া জেলার ধুনট থেকে আটটি গরু ভর্তি একটি ট্রাক চালক শরফি মিয়া নারায়ণগঞ্জের রুপগঞ্জ যাচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কি বাজারে উত্তর পাশে পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলে মহাসড়ক ব্যারিকেড দিয়ে ডাকাত দলের সদস্যরা ট্রাকটি গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে চালককে মারপিট ও জিম্মি করে গরুসহ ট্রাকটি ডাকাতি করে নিয়ে যায়। ট্রাকে থাকা আটটি গরুর মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
আরও পড়ুনসর্বশেষ শুক্রবার এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি ডাকাতির মামলা হয়েছে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিনের বলেন, মামলার পর ডাকাতি হওয়া ট্রাকটি শুক্রবার রাতে উত্তরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে কিন্তু গরু উদ্ধার হয়নি। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে কাজ করছেন পুলিশ।
মন্তব্য করুন