ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ!

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ!

২০২৬ সালে বসতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসর, যা প্রথমবারের মতো যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলংকা। ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো সম্ভাব্য সময়সূচি জানিয়েছে। যেখানে এই প্রতিযোগিতা শুরু হতে পারে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হতে পারে ৮ মার্চের মধ্যে।

বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতের পাঁচটি ভেন্যুও এবং শ্রীলংকার দুটি ভেন্যুতে। টুর্নামেন্টের ফাইনাল আয়োজনের জন্য বিবেচনায় রয়েছে আহমেদাবাদ ও কলম্বো। তবে ফাইনাল কোথায় হবে, তা নির্ভর করবে কোন দুটি দল শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে তার ওপর। যদি পাকিস্তান ফাইনালে উঠে, তাহলে ম্যাচ হবে শ্রীলংকার কলম্বোতে, অন্যথায় ভারতের আহমেদাবাদেই আয়োজন হবে ফাইনাল ম্যাচটি।

ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণে দীর্ঘদিন ধরেই একে অপরের মাটিতে খেলা বন্ধ রয়েছে। সেই জটিলতা মাথায় রেখেই নিরপেক্ষ ভেন্যুর এই সিদ্ধান্ত। এর আগে এমন সমঝোতা দেখা গেছে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে মোট ২০টি দল, যার মধ্যে ইতিমধ্যেই ১৫টি দলের জায়গা নিশ্চিত হয়েছে। বাকি ৫টি দল উঠে আসবে বাছাইপর্বের মাধ্যমে—এর মধ্যে আফ্রিকা অঞ্চল থেকে ২টি, এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ৩টি দল যোগ দেবে।

আরও পড়ুন

এই আসরে ইতালি প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে, যা ইউরোপীয় ক্রিকেটের জন্য এক বড় মাইলফলক।

টুর্নামেন্টের ফরম্যাট রাখা হচ্ছে আগের মতোই। ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল। প্রথম পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সুপার এইটে। সেখানে দলগুলো ভাগ হবে দুটি গ্রুপে। সুপার এইটের শীর্ষ চার দল পাবে সেমিফাইনালের টিকিট, এরপর হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।

২০২৬ সালের শুরুর চার মাস হবে ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য রীতিমতো উৎসবের সময়। বছরের শুরুতে হতে পারে মেয়েদের আইপিএল, এরপর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ শেষ হতেই মার্চের মাঝামাঝি থেকে শুরু হবে পুরুষদের আইপিএল, যা চলবে মে মাস পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচন : প্রাথমিক তালিকায় ভিপিসহ ৭ জনের প্রার্থিতা বাতিল

রাজশাহীর সেই পাহাড়িয়াদের ‘উচ্ছেদের’ অভিযোগ মনগড়া

দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে বগুড়া জেলা সুইমিংপুল

গাইবান্ধার ফুলছড়িতে প্রস্তাবিত টেকনিক্যাল কলেজ স্থাপন নিয়ে উত্তেজনা

সেন্টমার্টিনে ৫ ট্রলারসহ ৩০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পর্যটন কেন্দ্রের অপার সম্ভাবনার নাম সুজানগরের গাজনার বিল