ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

কাতারে ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের কড়া নিন্দা

কাতারে ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের কড়া নিন্দা

কাতারে ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার (১০ সেপ্টেম্বর) সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড কাতারের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের চার্টারের মূলনীতিরও লঙ্ঘন। অবৈধ ও বিনা উসকানিতে এমন হামলার বিরুদ্ধে কাতার সরকার ও জনগণের সঙ্গে দৃঢ় সৌহার্দ্য ও সমর্থন প্রকাশ করেছে বাংলাদেশ। 

আরও পড়ুন

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই ঘটনা ইসরায়েলের আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি ও আন্তর্জাতিক নিয়মাবলীর প্রতি স্পষ্টতই অবহেলার প্রমাণ। এ ধরনের কর্মকাণ্ড বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলে। বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছে, যেন এসব সংস্থা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে দায়িত্ব নিশ্চিত করে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের চার্টারের প্রতি সম্মান বজায় রাখে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচন : প্রাথমিক তালিকায় ভিপিসহ ৭ জনের প্রার্থিতা বাতিল

রাজশাহীর সেই পাহাড়িয়াদের ‘উচ্ছেদের’ অভিযোগ মনগড়া

দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে বগুড়া জেলা সুইমিংপুল

গাইবান্ধার ফুলছড়িতে প্রস্তাবিত টেকনিক্যাল কলেজ স্থাপন নিয়ে উত্তেজনা

সেন্টমার্টিনে ৫ ট্রলারসহ ৩০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পর্যটন কেন্দ্রের অপার সম্ভাবনার নাম সুজানগরের গাজনার বিল