ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার মরিচপাড়া পূর্ব পারপূগী এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ফরিদুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়।
জানা যায়, সদর উপজেলার শীবগঞ্জ পারপূগী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যৌথবাহিনীর সদস্যরা। এসময় ওই এলাকার জয়নুলের ছেলে ফরিদুল ইসলামকে এক হাজার ৬০৫ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
আরও পড়ুনপরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোরশালিন তুরাগ তাকে এক বছরের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।
মন্তব্য করুন