ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ফেনীতে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত

ফেনীতে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে বেসরকারি সংস্থার (এনজিও) ‘দিশা’র নোয়াখালীর বেগমগঞ্জ শাখার ব্যবস্থাপক শামসুজ্জামান খান (৩২) নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ফেনী-নোয়াখালী মহাসড়কের ফেনীর দাগনভূঞার তুলাতলীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুজ্জামান নেত্রকোনা জেলার পূর্বধলা থানার কলাপাড়া এলাকার আবদুর রফিক খানের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, দাগনভূঞায় অফিসের কাজ সেরে নিজের মোটরসাইকেলযোগে নোয়াখালী ফিরছিলেন শামসুজ্জামান খান। তিনি মোটরসাইকেল নিয়ে ফেনী-নোয়াখালী মহাসড়কের তুলাতলী পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার হেলমেট ভেঙে মাথার ডান পাশ ও ডান চোখ থেঁতলে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন

দিশার ফেনী সদর শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমান বলেন, বেগমগঞ্জের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান খান বেগমগঞ্জ অফিসের মেসে থাকতেন। তিনি একটি চেকে স্বাক্ষর করার জন্য দাগনভূঞা এসেছিলেন, ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। নেত্রকোনায় শামসুজ্জামানের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা ফেনীর পথে রওনা দিয়েছেন।

মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে গাছের নিচে চাপা পড়ে রিকশাচালকের মৃত্যু

ডাকসুর ফল ঘোষণা ঘিরে ক্যাম্পাস থমথমে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

পাবনার চাটমোহরে ট্রান্সফরমার চুরির প্রতিবাদে বিক্ষুব্ধ কৃষকদের পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও

দিনাজপুরে লক্ষ্যমাত্রার অধিক আমন চাষ

বগুড়া ফতেহ আলী ব্রিজের পূর্বপাশ সড়ক নয় যেন অটোরিকশা স্ট্যান্ড, দুর্ভোগে ১০ লক্ষাধিক মানুষ

রংপুরের বদরগঞ্জে চাঞ্চল্যকর শান্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার