বগুড়ার সারিয়াকান্দিতে শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে আলোচিত শাহীনূর হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় তাকে উপজেলার ফুলবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাওন মিয়া (৩৪) উপজেলার নারচী ইউনিয়নের কুপতলা সাহাপাড়া গ্রামের বনিজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় বগুড়া সারিয়াকান্দির হাটফুলবাড়ী ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের একটি বাড়ি থেকে শাহিনূর বেগম (৫০) নামে একজন নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে সারিয়াকান্দি থানা পুলিশ। এ বিষয়ে শাহীনুরের মেয়ে সরমিলা আক্তার শ্রাবন্তী (১৯) বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ১৫ বছর আগে শাহীনূরের বিয়ে বিচ্ছেদ হয়, তার একমাত্র ছেলে শাজিক আল হাসান ওরফে আল আমিন (২৮) একজন সৌদি প্রবাসী এবং তার একমাত্র মেয়ে শ্রাবন্তী বিয়ের পর তার স্বামীর সাথে ঢাকায় থাকেন, তাই হত্যার শিকার শাহীনূর তার ছেলের বাড়িতে একা বসবাস করতেন।
আরও পড়ুনএদিকে এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত টিম গঠন করে পুলিশ। পরে পুলিশের তদন্তে গ্রেফতার আসামি শাওন মিয়াকে প্রাপ্ত প্রাথমিক সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করে পুলিশ। পরে তাকে উপজেলার হাটফুলবাড়ী বাজার এলাকা থেকে গতকাল রোববার সন্ধ্যায় গ্রেফতার করে সারিয়াকান্দি থানার এসআই হাসান হাফিজুর রহমান।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, আলোচিত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামির নামে বেশকিছু চাঁদাবাজির মামলাসহ মোট ৮টি মামলা আদালতে চলমান রয়েছে। তাকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানানো হবে।
মন্তব্য করুন