ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে পাঁচ আঙুল বিচ্ছিন্ন

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে পাঁচ আঙুল বিচ্ছিন্ন

ফরিদপুরের মাদক ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে তার পায়ের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এ ছাড়াও তার শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করা হয়েছে। পরে গুরুত্বর আহত অবস্থায় বাচ্চুকে নামের ওই যুবককে  উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফরিদপুরের  সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাচ্চু বড়দিয়া এলাকার কাঠালবাড়িয়া গ্রামের মৃত ছত্তার মাতুব্বরের ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, মদকের টাকা ভাগাভাগি ও মাদক সেবন নিয়ে বাচ্চু মাতুব্বরের সাথে স্থানীয় বাবলু মাতুব্বরের বিরোধ চলছিল। তারা দুজনেই মাদকসেবী ও ব্যবসায়ী। এই বিরোধের জেরে আনুমানিক ৩ মাস আগে বাবলুকে মারধর করে বাচ্চু। ওই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার রাত ৮টার দিকে চাপাতি দিয়ে বাচ্চুকে এলোপাতারলড়ি কোপায় বাবলু। এতে বাচ্চুর ডান পায়ের ৫টি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়াও তার শীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করা হয়। পরে গুরুত্বর আহত অবস্থায় বাচ্চুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পূর্ববিরোধের জেরে বাচ্চু নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। এ বিষয়ে বুধবার তিনটার দিকে বাবুল মাতুব্বরকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনার পর পরই আমরা বাবুর মাতব্বরকে ধরতে অভিযান পরিচালনায় করেছি তবে এখনো তাকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

ওসি আরো বলেন, তাদের মধ্যে মাদক নিয়ে দ্বন্দ্ব এমন কোন তথ্য আমরা এখনো জানতে পারিনি, তবে আসামী চুরিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত বলে জানা গেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

ভারত-রাশিয়ার বন্ধুত্বকে সম্মান করে পাকিস্তান : শেহবাজ

পাবনার গাজনার বিলে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার

অন্ধ ব্যক্তিরা কালো চশমা পরে থাকেন কেন?

উত্তম কুমারকে চুমু খাওয়ার সুযোগ পেলে মিস করতাম না: ইশা সাহা

কৃষিজমি কমছে, যা খাদ্যনিরাপত্তার জন্য বড় হুমকি : ভূমি উপদেষ্টা