বগুড়ার গাবতলীতে লন্ডন প্রবাসীর বাসায় ডাকাতি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে লন্ডন প্রবাসীর বাসায় মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে চারটি রুমের মালামাল তছনছ করে দেড় লাখ টাকাসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত ৩টার পর পৌরসভার ১নং ওয়ার্ডের জয়ভোগা পশ্চিমপাড়া গ্রামে।
জানা গেছে, জয়ভোগা পশ্চিমপাড়া গ্রামের মৃত সামছুল বারী আকন্দের ছেলে শফিউল বারী শফি ১৯৯০ সাল থেকে লন্ডনে বসবাস করে আসছেন। তার বড় ভাই লতিফুল বারী তুহিন (৫৮), স্ত্রী মাহফুজা বেগম (৫০) এবং তার ছেলে তৌফিকুল বারী তুরাগ (২৬) তার বাসায় থাকেন। রাত আনুমানিক ৩টার সময় ওই বাসার দেয়াল টপকে জানালার গ্রিল কেটে ডাকাত দল বাসার ভিতরে প্রবেশ করে। এরপর তারা বাড়ির লোকজনের হাত, চোখ-মুখ বেঁধে দেড় লাখ টাকাসহ প্রায় সাড়ে আট লাখ টাকার মালামাল ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
গত মঙ্গলবার সকালে মডেল থানার ওসিকে ফোনে সংবাদ দিলে তিনি ঘটনাস্থলে যান। এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হোসাইন মোহাম্মদ রায়হান। এসময় জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি মোরশেদ মিল্টন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ওসি সেরাজুল হক বলেন, ডাকাতির ঘটনা শুনে আমরা ফোর্স নিয়ে জয়ভোগা ঘটনাস্থলে যাই। চুরি না ডাকাতি বিষয়টি নিয়ে তদন্ত চলছে, পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা করছে।
আরও পড়ুন
মন্তব্য করুন