ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এক রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩১ জন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

সরকারি কর্মকর্তা হামজা শাফায়াত জানান, মঙ্গলবার বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী সরদার আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী ছিল। এ উপলক্ষে কোয়েটায় একটি স্মরণসভা আয়োজন করা হয়। সেখানে বিএনপির শত শত সদস্য জড়ো হয়েছিল। সমাবেশ শেষে অনেকেই বেরিয়ে আসেন। সে সময়ে কাছের পার্কিং লটে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের এক কমর্কর্তা আতহার রশিদ বলেন, বিস্ফোরণটি আত্মঘাতী বোমা হামলা বলেই মনে করা হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে। এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। 

এদিকে, মঙ্গলবার সকালে খাইবার পাখতুনখোয়া শহরের বান্নুতেও একটি আধাসামরিক সদর দপ্তরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য এবং ৬ জন সন্ত্রাসী সহ মোট ১২ নিহত হন। নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়িটি এফসি ক্যাম্পের গেটে ঢুকিয়ে দেয়। এরপর আরো পাঁচজন আত্মঘাতী হামলাকারী প্রবেশ করে। ওই কর্মকর্তা আরো বলেন, পরবর্তীতে ১২ ঘণ্টা ধরে গোলাগুলি হয় এবং শেষ পর্যন্ত ছয় হামলাকারী নিহত হলে অভিযান শেষ হয়।

আরও পড়ুন

বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও দরিদ্রতম। এছাড়া মানব উন্নয়ন সূচকের স্কোরকার্ডেও নিচের দিকে থাকে। পাকিস্তানি বাহিনী এক দশকেরও বেশি সময় ধরে বেলুচিস্তানে বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে এবং ২০২৪ সালে এই অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বেড়েছে, যার মধ্যে ৭৮২ জন নিহত হয়েছে। খবর : সিনহুয়া। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ শেষ হচ্ছে মুসাফির রনি’র ‘জোনাকির আলো’

চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে ছাত্রীদের বিক্ষোভ

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে  স্টার্টআপ পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত

ব্যাংকের পরিশোধিত মূলধন ৪০০ কোটি হতে ৬০০ কোটিতে উন্নীত

এনসিসি ব্যাংক এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক