ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন ৯ তারিখেই হবে কি না, জানা যাবে আজ

ডাকসু নির্বাচন ৯ তারিখেই হবে কি না, জানা যাবে আজ, ছবি: সংগৃহীত।

ডাকসু নির্বাচন ৯ তারিখেই হবে কি না, জানা যাবে আজ। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রধান বিচারপতির আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল শুনানি হবে।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের মেয়াদ বাড়িয়ে আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে আজ শুনানির জন্য নির্ধারণ করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব।

এর আগে, ডাকসু প্রার্থী বি এম ফাহমিদার শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতা নিয়ে এক রিটের প্রেক্ষিতে নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। ঐদিনই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী হাতে লিখে চেম্বার আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে ডাকসু নির্বাচন আয়োজনে বাধা কাটে।

আরও পড়ুন

পরবর্তীতে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে সিভিল মিসলেনিয়াস পিটিশনটি মঙ্গলবার আদালতে দাখিল করা হয়। এরপর হাইকোর্টের আদেশের উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে আজ বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়। গত ২৮ আগস্ট ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে অপরাজেয় ৭১’, ‘অদম্য ২৪’ প্যানেলের বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শি জিনপিং, কিম এবং পুতিন : ট্রাম্প

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বরেই: হাইকোর্টের আদেশ স্থগিত

২১ আগস্ট গ্রেনেড হামলা : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

আগস্টে ৪৯৭ সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত 

আজ সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস

সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত, সড়ক অবরোধ