নওগাঁয় দুর্ধর্ষ ডাকাতি
_original_1756816065.jpg)
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পরিবারের লোকজনকে বেঁধে রেখে টাকা, মোটর সাইকেল, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার ভীমপুর ইউপির রানীপুকুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোররাত ৩ টায় ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ ডাকাতদল ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হামিদের বাড়িতে ঢুকে গৃহকর্তাসহ পরিবারের লোকজনকে বেঁধে রেখে ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল, ডালসহ কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, থানার ওসি মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, মুখোশ পড়া ৮ থেকে ১০ জনের একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে এলোপাথারী মারপিটের পর সকলকে বেঁধে রেখে টাকা, মোটর সাইকেল, স্বর্ণালঙ্কারসহ সবকিছু লুট করে নিয়ে যায়। এসব মালামালের মূল্য প্রায় ৮ লাখ টাকা।
আরও পড়ুনএ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলমান রয়েছে।
মন্তব্য করুন