ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁয় দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁয় দুর্ধর্ষ ডাকাতি। প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পরিবারের লোকজনকে বেঁধে রেখে টাকা, মোটর সাইকেল, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার ভীমপুর ইউপির রানীপুকুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোররাত ৩ টায় ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ ডাকাতদল ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হামিদের বাড়িতে ঢুকে গৃহকর্তাসহ পরিবারের লোকজনকে বেঁধে রেখে ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল, ডালসহ কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, থানার ওসি মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, মুখোশ পড়া ৮ থেকে ১০ জনের একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে এলোপাথারী মারপিটের পর সকলকে বেঁধে রেখে টাকা, মোটর সাইকেল, স্বর্ণালঙ্কারসহ সবকিছু লুট করে নিয়ে যায়। এসব মালামালের মূল্য প্রায় ৮ লাখ টাকা।

আরও পড়ুন

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পাঁচ প্রতিষ্ঠানে যাতায়াতে জনদুর্ভোগ, মাত্র ২০০ মিটার রাস্তা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে সুপারভাইজার নিহত

নাটোরে চিকিৎসককে গলা কেটে হত্যাকান্ডের রহস্য উদঘাটন, প্রেমের সম্পর্ক ও চাকরিচ্যুত করার ক্ষোভ

বগুড়ায় শাজাহানপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে আট মাসে ৯১ অভিযান জরিমানা ১৬ লাখ টাকা