নওগাঁর রাণীনগরে অসহায় দুই ভাই-বোন নতুন ঘর পেয়ে খুশি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মা হারা অসহায় দুই ভাই-বোন নতুন ঘর পেয়ে চরম খুশি। বেশ কিছুদিন ধরে প্রীতম ও প্রিয়সী খেয়ে না খেয়ে ঝুপড়ি একটি ঘরে বসবাস করতো। বৃষ্টি নামলে ঘরের ভিতর পানি পরায় তারা ঘুমাতে পারতো না। গত মাস খানিক আগে লাগাতার বৃষ্টিপাতের কারণে তাদের শয়ন ঘরে হাঁটু পানি জমলে দুই ভাই বোন অসুস্থ হয়ে পরে। ওষুধ কেনা তো দূরের কথা দিনে দু’মুঠো ভাতই তাদের কপালে জুটতো না।
জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের হালদার পাড়া গ্রামের মানসিক প্রতিবন্ধী ডাবলু প্রামাণিক সংসারে আয় করার মতো তার কোন ক্ষমতা নেই। তার ১ ছেলে ১ মেয়ে রেখে গত ৬ মাস আগে স্ত্রী মারা যায়। সহায় সম্বলহীন দুই শিশুর থাকার ঘর খুবই প্রয়োজন ছিলো। বর্তমানে সপ্তম শ্রেণিতে পড়ছে প্রীতম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ছে প্রেয়সী। তারা পড়াশোও চালিয়ে যেতে চায়।
এই মানবিক বিষয় নিয়ে গত মাসে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর অনেকেরই নজরে আসে। স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর মতিন তাদের ভিডিও প্রকাশের মাধ্যমে দেশি বিদেশি বিত্তশালীদের সহযোগিতার আহবান জানান। এর ধারাবাহিকতায় সৌদি প্রবাসী রাজু এবং শেখ আলীর নজরে খবরটি এলে তারা দুই জন শিশু দু’টির জন্য থাকার ঘর নির্মাণের আর্থিক সহযোগিতা করেন। আজ সেই নতুন ঘর পেয়ে শিশু দুটি চরম খুশি।
আরও পড়ুনরাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান জানান, এ ধরণের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার জন্য রেমিটেন্স যোদ্ধা এবং স্থানীয়দের আহবান জানান। ওই দুই শিশুর বিষয়ে উপজেলা প্রশাসন অবগত আছে। আগামীতে আমরাও তার সহযোগিতা করার চেষ্টা করবো।
মন্তব্য করুন