বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে ট্রেনে কাটা পড়ে আব্দুল বারী ওরফে নিরব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সরকারি আজিজুল হক কলেজ গেটের পূর্ব পাশে রেললাইনে ট্রেনে কাটা পড়ে তিনি প্রাণ হারান। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার আলিরহাটের আব্দুল আজিজের ছেলে। তবে তিনি বগুড়া শহরের মালগ্রামে শশুর আব্দুল মজিদের বাড়িতে বসবাস করতেন এবং ওই কলেজের সামনে ফুচকা বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে নিরব বাজার করে ফেরার পথে ব্যাগ রেখে ওই জায়গায় রেললাইনের পাশে প্রস্রাব করতে বসেন। এসময় সান্তাহার থেকে বুড়িমারী গামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রমকালে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনে কাটা পড়েন। তার কানে মোবাইল ফোনের সাথে সংযুক্ত হেডফোন থাকায় তিনি ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেননি, ফলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
আরও পড়ুনবগুড়া রেল স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মো: রেজাউল করিম জানান, খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এরপর সেখানে ময়না তদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি আরও উল্লেখ করেন।
মন্তব্য করুন