ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

নীলফামারীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১

নীলফামারীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মো. হাবিব নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সংঘর্ষ থামলেও এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় বর্তমানে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

নিহত হাবিব ‘ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিংয়ে’ কর্মরত ছিলেন বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। তারা আরও জানান, উত্তরা ইপিজেডে অবস্থিত এক কোম্পানিতে শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে দুই দিন ধরে আন্দোলন করে আসছেন ইপিজেড’র শ্রমিকেরা। সোমবার রাতে হঠাৎ করে কোম্পানি বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় হাজার হাজার বিক্ষুব্ধ শ্রমিক আজ মঙ্গলবার সকালে ইপিজেডের মূল দরজায় তালা ঝুলিয়ে দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে জড়িয়ে পড়ে শ্রমিকরা। দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে এক শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এসময় নীলফামারী-সৈয়দপুর সড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তানজিরুল ইসলাম ফারহান গণমাধ্যমকে জানান, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার বুকে একটু ক্ষত ছিল। পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া বিস্তারিত বলা সম্ভব নয়। এছাড়া হাসপাতালে আহত অবস্থায় আরও ৫ শ্রমিক চিকিৎসাধীন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার

অবশেষে ভোটার হলেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা : রাকসু নির্বাচন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন পাকিস্তানি ব্যাটার

পুরুষদের প্রতি তামান্নার অনুরোধ

৮ বছর আগে ‘নিখোঁজ’ স্বামীকে ইনস্টাগ্রামে খুঁজে পেলেন স্ত্রী, সঙ্গে অন্য নারী

বগুড়ার সারিয়াকান্দির প্রধান পর্যটন কেন্দ্র কালিতলা গ্রোয়েন বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ