আশুলিয়ায় ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড

শিশু অপহরণের ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানাকে ক্লোজড করা হয়েছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গতকাল রোববার (৩১ আগষ্ট) বিকেলে পুলিশের ওই উপপরিদর্শককে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আরও পড়ুনওসি আব্দুল হাননান বলেন, শিশু অপহরণের ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এসআই মাসুদ রানাকে ক্লোজড করা হয়েছে। একইসঙ্গে তাকে ঢাকা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
উল্লেখ, ১৬ আগস্ট আশুলিয়ার শ্রীপুরের নিজ বাসা থেকে অপহরণের শিকার হয় জোনাইদ নামে এক শিশু। পরে শিশুটির পরিবার তার খোঁজ না পেয়ে আশুলিয়া থানায় একটি জিডি করে। সেই জিডির তদন্তকারী কর্মকর্তা ছিলেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা। পরিবারের দাবি, জোনায়েদের খোঁজের তদন্তের জন্য দুই দফায় ৫ হাজার টাকা নেন ওই পুলিশ। তবে পুলিশ ঘটনা তদন্ত না করায় ভুক্তভোগীর পরিবার র্যাবের সদস্যদের কাছে যায়। পরে র্যাব তদন্ত করে শুক্রবার আশুলিয়ার একটি জঙ্গল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অপহরণকারী মোরসালিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন