ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

রংপুরের পীরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগ নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

রংপুরের পীরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগ নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা। প্রতীকী ছবি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে গত ২০ আগস্ট দুপুরে দু’পক্ষের সংঘর্ষে গোলাম মোস্তফা (৩৫) নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত রোববার পীরগঞ্জ থানায় নিহতের ছোট ভাই চান মিয়া বাদি হয়ে ৩০ জনের বিরুদ্ধো মামলা দায়ের করেন।

উল্লেখ্য, উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের জনৈক আবুল কাশেম মিয়ার সঙ্গে প্রতিবেশী আব্দুল জলিল মিয়ার ১ একর ৭৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষ মামলাও দায়ের করে। সম্প্রতি আবুল কাশেম মিয়া আদালতের একাধিক রায়, ভোগদখল, খারিজ খাজনা ও বর্তমান রেকর্ডমূলে উক্ত জমি একই ইউনিয়নের মাইকড় গ্রামের সামছুজ্জামান ওরফে ফুল মিয়ার কাছে বিক্রি করেন। ফুল মিয়া ক্রয়কৃত জমি চাষ করে চারা ধান রোপণ করেন।

‎‎এদিকে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বুধবার দুপুরে ওই জমি নিজেদের দাবি করে আব্দুল জলিলের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চারা ধান উপড়ে ফেলে এবং নতুন চারা ধান রোপন করার চেষ্টা করে। সংবাদ পেয়ে জমি ক্রেতা ফুল মিয়া ও তার লোকজন ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে উভয়ের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে ৪জন গুরুতর আহত হয়।

আরও পড়ুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার গোলাম মোস্তফা মারা যায়। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক বনমন্ত্রী ও প্রধান বন সংরক্ষকের দুর্নীতি অনুসন্ধানে দুদক

মাধবপুরে জুতা ছুড়ে ফেলায় ছুরিকাঘাতে সহপাঠীকে হত্যা

দিনাজপুরের ফুলবাড়ী হাসপাতালে অভিযান দুই দালালের জরিমানা

সানস্ক্রিন রোদ থেকে যেভাবে ত্বককে বাঁচায়

স্বামীকে থানায় খাবার দিতে গিয়ে স্ত্রীও গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে অপারেশন ডেভিল হ্যান্ডে ইকরচালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিংকন গ্রেফতার