ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

লিভারপুলের নাটকীয় জয়ের নায়ক ১৬ বছরের কিশোর

লিভারপুলের নাটকীয় জয়ের নায়ক ১৬ বছরের কিশোর, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে লিভারপুল নাটকীয় এক জয় পেয়েছে। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় লাভ করেছে আর্নে স্লটের দল। ম্যাচের শেষ মুহূর্তে ১৬ বছর বয়সী রিও এনগুমোহা গোল করে লিভারপুলকে জয় এনে দেন।

নিউক্যাসেলের ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। তবে ৩৫ মিনিটে কিছুটা অপ্রত্যাশিতভাবেই এগিয়ে যায় লিভারপুল। রায়ান গ্রাভেনবার্শ দূরপাল্লার শটে গোল করে দলকে প্রথম গোল উপহার দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে নিউক্যাসলের অ্যান্থনি গর্ডন বিপজ্জনক ট্যাকল করলে, রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় নিউক্যাসল। বিরতির পর মাত্র ২৩ সেকেন্ডের মাথায় হুগো একিতিকে গোল করে লিভারপুলের ব্যবধান দ্বিগুণ করে দেয়। তখন মনে হচ্ছিল, খেলা প্রায় নিশ্চিত হয়ে গেছে। কিন্তু ১০ জন নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিউক্যাসল। ৫৭ মিনিটে ব্রুনো গিমারাইস হেডে গোল করে ব্যবধান কমান। এরপর ৮৮ মিনিটে উইল ওসুলা বদলি হিসেবে মাঠে নেমে চমৎকার শটে সমতা ফেরান ম্যাগপাইদের। তবে রোমাঞ্চ তখনও ছিল বাকি। ইনজুরি টাইমের ১০ম মিনিটে বদলি হিসেবে নামা ১৬ বছর বয়সী রিও এনগুমোহা ঠাণ্ডা মাথায় গোল করে জয় নিশ্চিত করেন লিভারপুলের জন্য।

ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট তাই এই কিশোরকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসান। তিনি বলেন, ‘১৬ বছর বয়সী একজনের এটা দারুণ এক গোল। তার বয়সে এমন দৃঢ় শট খুব কম দেখা যায়। এনগুমোহা ভীষণ আত্মবিশ্বাসী এবং সে প্রমাণ করেছে, গোলটা কোনো কাকতালীয় নয়। এই বয়সে সে একজন দারুণ ফিনিশার হয়ে গেছে।’

আরও পড়ুন

অন্যদিকে, নিউক্যাসলের দুর্ভাগ্য যেন এই ম্যাচে পিছু ছাড়ছিল না। গর্ডনের লাল কার্ড ছাড়াও তারা চোটে হারিয়েছে ফাবিয়ান শার, স্যান্ড্রো টোনালি এবং জোয়েলিন্টনকে। এ কারণে কোচ এডি হাওয়ের জন্য সামনে আরও হয়তো কঠিন সময় অপেক্ষা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবন বিপন্ন প্রকল্পকে কোনভাবেই উন্নয়ন বলা যাবে না : আনু মুহাম্মদ

নাটোরে পুকুর থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

‘আমার বিবাহিত জীবন, প্রমাণ করার দরকার নেই’ 

নেইমার-ভিনিসিয়ুস ছাড়াই দল ঘোষণা ব্রাজিলের

দোনেৎস্কের নিয়ন্ত্রণ নিতে এগোচ্ছে রাশিয়া, শহর ছাড়ছেন বাসিন্দারা

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টিকিট মিলবে ১৫০ টাকায়