বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আহত ২

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের এরুলিয়ায় দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আজ শনিবার (২৩ আগস্ট) বিকেলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ছিলিমপুর পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, আজ শনিবার (২৩ আগস্ট) বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া এলাকায় বিকেল সাড়ে ৪টার দিকে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়।
তবে এ ঘটনায় কেউ নিহত না হলেও দুই জন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া শহরের ছিলিমপুর ফাঁড়ির এসআই লালন জানান, দুর্ঘটনার পর মোহাম্মদ দেলোয়ার হোসেন নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন।
আরও পড়ুনমন্তব্য করুন