ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

উদ্যোক্তা হলে নিজের  স্বাধীনতা থাকে - বগুড়ার জেলা প্রশাসক

উদ্যোক্তা হলে নিজের  স্বাধীনতা থাকে - বগুড়ার জেলা প্রশাসক, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার: বিসিক জেলা কার্যালয় বগুড়ার উদ্যোগে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া সভাকক্ষে বিসিক বগুড়ার উপ-মহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক আবু হাশেম। প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন সম্প্রসারণ কর্মকর্তা মমতাজ বেগম। উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে ২৫ জন প্রশিক্ষণার্থীর বিজনেস প্লানসহ অন্যান্য বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, উদ্যোক্তাদের মাধ্যমে এ দেশের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। চাকরি করার চেয়ে চাকরি দেওয়াটা বেশি সম্মানজনক। উদ্যোক্তা হলে নিজের স্বাধীনতা থাকে। উদ্যোক্তা হওয়া চ্যালেঞ্জিং বিষয়, চাকরি করলে কোন চ্যালেঞ্জ থাকে না। উদ্যোক্তারা মার্কেট ডিমান্ড বুঝতে না পারলে উদ্যোক্তা হতে পারবেন না। নতুন উদ্যোক্তারা ইনভেস্টমেন্ট থেকে কীভাবে প্রফিট আসবে সেই অভিজ্ঞতা আপনাকে শিখতে হবে, এটা জানা না থাকলে ব্যবসায় লোকসান হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সারাবিশ্ব এখন পরিবেশকে নিয়ে ভাবছে। আপনারা যে সেক্টরে উদ্যোক্তা হন, পরিবেশের জন্য ভারসাম্য সঠিক রেখে কাজ করতে হবে। যাতে পরবর্তী প্রজন্মের ওপর প্রভাব না পড়ে। আপনাদের তৈরি প্রোডাক্টের কোয়ালিটি এনসিওর করতে হবে। কম্পিটিশন মার্কেটে যার প্রোডাক্টের কোয়ালিটি ও গুণগত মান ভালো সেই প্রোডাক্টটি বেশি টাকা দিয়েও মানুষ কিনবে। এ কোর্সের মাধ্যমে উদ্যোক্তাগণ তাদের প্রতিষ্ঠানের বিপণন, উৎপাদন, সংগঠন ও আর্থিক বিষয়সমূহ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাস্তব জ্ঞান অর্জন করেছেন। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাগণ নতুন শিল্প প্রতিষ্ঠান অথবা ব্যবসা শুরু করা এবং পরবর্তীতে নতুন দৃষ্টিভঙ্গি ও দক্ষতার সাথে পরিচালনায় সক্ষম হবেন। শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের যে আপত্তিতে পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী 

খালেদা জিয়ার সঙ্গে আজ দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার 

ডাকসু নির্বাচন : এজিএস পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পাঁচ প্রার্থী, কৌশল নাকি অসন্তোষ?

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রে শুরু হবে উৎপাদন