ভিডিও শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

৫ দিন সাগরে ভাসার পর বেঁচে ফিরলেন জেলে মোরশেদ

৫ দিন সাগরে ভাসার পর বেঁচে ফিরলেন জেলে মোরশেদ

বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মোরশেদ (২০) নামের এক জেলে। গুরুতর অসুস্থ অবস্থায় জেলেরা তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে বঙ্গোপসাগরের পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করেন।

জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে কয়েক দিন আগে ১৯ জেলেসহ ট্রলার নিয়ে সাগরে পাড়ি দেন। হঠাৎ ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়ে ১৯ জেলেসহ সাগরে নিখোঁজ হয়। পরবর্তীতে পাঁচ দিন সাগরে ভাসমান মোর্শেদকে উদ্ধার করে তীরে আনা হয়েছে।

উদ্ধার এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ বলেন, সকাল ৯টার দিকে সমুদ্রের ফিশিং করা একটি ট্রলার জেলে মোর্শেদকে আমাদের কাছে হস্তান্তর করে। তাকে জিজ্ঞেস করলে জানায়, ৫ দিন আগে ১৯ জেলেসহ তাদের ট্রলারটি সমুদ্রে নিমজ্জিত হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে বলে জানান। পরে তিনি অজ্ঞান হয়ে যাওয়ায় অন্য কোনো তথ্য জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক সুপ্রি দাশ বলেন, দুপুর দেড়টার দিকে সাগরে ভাসা অজ্ঞান অবস্থায় এক জেলে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, উদ্ধারের পরপরই আমরা জেলে মোরশেদকে কুয়াকাটা হাসপাতালে পাঠাই। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলার ৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার মূল আসামিসহ দুজন গ্রেপ্তার

আ.লীগের ক্লিন ইমেজের লোকেরা জাপায় এলে মনোনয়ন পাবে: কো-চেয়ারম্যান

এশিয়ান কাপে খেলার আশা শেষ বাংলাদেশের

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত : আতিকুর রহমান রুমন

নির্বাচনে ফ্যাসিবাদীরা থাকছে না বলে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে: উপদেষ্টা আসিফ

আফ্রিকা থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল মরক্কো