ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

রুটি দিয়ে পিৎজা বানাবেন যেভাবে

ছবি : সংগৃহীত,রুটি দিয়ে পিৎজা বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক : পিৎজার নাম শুনলেই ছোট-বড় সবার জিভে পানি চলে আসে। মুখরোচক এই খাবারের খ্যাতি পুরো বিশ্বজুড়েই। সাধারণত বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা পিৎজা হাউজ থেকেই কিনে খাওয়া হয় এই লোভনীয় খাবার। তবে কম সময়ে ও অল্প উপকরণে যদি পিৎজা তৈরি করতে চান তাহলে আটার রুটি দিয়ে পিৎজা করতে পারেন।

বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজে পিৎজা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। আসুন জেনে নেওয়া যাক রুটি দিয়ে কীভাবে পিৎজা তৈরি করবেন -

উপকরণ
১. আটার রুটি ২টি
২.ক্যাপসিকাম ১টি
৩. পেঁয়াজ ১টি
৪. বোনলেস চিকেন ১ কাপ
৫. টমেটো ১ টি
৬. লবণ স্বাদমতো
৭. চিলি ফ্লেক্স ১ চা চামচ
৮. মোজারেলা চিজ প্রয়োজনমতো
৯. অরিগানো ১ চা চামচ

প্রস্তুত প্রণালি
কড়াইয়ে তেল গরম করে তাতে লবণ দিয়ে চিকেন ভাজুন। চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তাতে পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে হালকা ভেজে নিন। এরপর চিলি ফ্লেক্স ও অরিগানো মিশিয়ে ভাজুন। মোজারেলা চিজ গ্রেট করে আলাদা রেখে দিন।

আরও পড়ুন

আরেকটি প্যানে মিহি করা রসুন ও পেঁয়াজ গরম তেলে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। এতে টোমেটো পিউরি, চিনি ও ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে পিৎজা সস বানিয়ে নিন।

এরপর পিৎজা সস রুটির উপর ভালো করে লাগিয়ে নিন। তারপর চিকন এবং চিজ দিয়ে রুটি ঢেকে দিন। এর ওপরে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিন। অরিগানো এবং চিলি ফ্লেক্স দিন। একটি প্যানে তেল গরম করে রুটি পিৎজাটি দিন। মাঝারি আঁচে ঢেকে ৫-৭ মিনিট অথবা চিজ গলে না যাওয়া পর্যন্ত ভাজুন। হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন মজাদার রুটি পিৎজা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষ ঢাকামুখী হচ্ছে, বাড়ছে সমস্যা: পরিবেশ উপদেষ্টা

আ.লীগের যারা পদে ছিল তারা যেন কেউ বিএনপিতে স্থান না পায়: রিজভী

স্থানীয় মেধায় বিনিয়োগই বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করবে: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা প্রতিবেদন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরিদর্শন শেষে কথা বলছেন ইউজিসি চেয়ারম্যান | Daily Karatoa

বিগত ৫৩ বছরের মতো নির্বাচন হলে স্বৈরাচার আসবে: সৈয়দ রেজাউল করিম | Daily Karatoa

কেমন হল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা? | Dhaka University | Daily Karatoa