ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

নাইজেরিয়ায় নৌকাডুবি, ৪০ জনের বেশি নিখোঁজ

নাইজেরিয়ায় নৌকাডুবি, ৪০ জনের বেশি নিখোঁজ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি নৌকাডুবির ঘটনায় ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছে। দেশটির জরুরি সংস্থা জানিয়েছে, রবিবার (১৭ আগস্ট) উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে এই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকর্মীরা নিখোঁজ হওয়া ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধারে কাজ করছেন। সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৪০ জনেরও বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন। নেমা জানিয়েছে, তাদের সোকোটো অপারেশন অফিস মর্মান্তিক এই দুর্ঘটনার পর উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য একটি টিম মোতায়েন করেছে।


 
সংস্থাটির মহাপরিচালক জুবাইদা উমর বলেন, গোরোনিও মার্কেটে ৫০ জনেরও বেশি যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়ার পর পরই উদ্ধারকারী টিম মোতায়েন করা হয়।

নাইজেরিয়ার দ্য পাঞ্চ পত্রিকা স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনাটি অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে হতে পারে। নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকালে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে থাকে। 

আরও পড়ুন

২০২৪ সালের আগস্টে সোকোটো রাজ্যে একই রকম দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন কৃষক নিহত হন।

গত মাসে, উত্তর-মধ্য নাইজেরিয়ার নাইজার রাজ্যে প্রায় ১০০ জন যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর কমপক্ষে ১৩ জন নিহত হন এবং আরো কয়েক ডজন নিখোঁজ হন। দুই দিন পরে, উত্তর-পশ্চিম জিগাওয়া রাজ্যে একটি নৌকা নদীর মাঝখানে ডুবে গেলে ছয় নারী নিহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন ফরম নিয়েছেন ছাত্রদল নেতারা, প্যানেলে পদ ঠিক করবেন তারেক রহমান

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া জাকারিয়া শিবিরের প্যানেলে

সীমানা পুনর্র্নিধারণে ইসির শুনানি শুরু ২৪ আগস্ট

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে সর্ব মিত্র চাকমা

ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা : ভিপি বিন ইয়ামিন-জিএস সাবিনা

বগুড়ায় সন্ধ্যায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, রাতে ট্রাক দূর্ঘটনা : নিহত এক আহত এক