ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

ট্রাম্পের পাশে আকাশে বি-২ বিমানের গর্জনে চমকে গেলেন পুতিন

ট্রাম্পের পাশে আকাশে বি-২ বিমানের গর্জনে চমকে গেলেন পুতিন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে গিয়ে এক অপ্রত্যাশিত মুহূর্তের মুখোমুখি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লাল গালিচায় সংবর্ধনার পর ট্রাম্পের সঙ্গে করমর্দন করে হাঁটছিলেন তিনি। ঠিক সে সময় মাথার ওপর দিয়ে উড়ে যায় যুক্তরাষ্ট্রের ভয়ংকর বি-২ স্টিলথ বোমারু বিমান। আকস্মিক গর্জনে আকাশ-বাতাস কেঁপে ওঠে, আর হঠাৎ থমকে গিয়ে আকাশের দিকে তাকান পুতিন। কিছুক্ষণ পর ট্রাম্প হাসিমুখে তার কানে কিছু বললে আবারও স্বাভাবিক হয়ে হাঁটতে শুরু করেন তিনি।

এ দৃশ্য ধরা পড়ে ২২ সেকেন্ডের এক ভিডিওতে, যা ইতোমধ্যেই ভাইরাল। ঘটনাটি ঘটে আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের এলমেনডর্ফ-রিচার্ডসন জয়েন্ট বেসে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই পুতিনকে অভ্যর্থনা জানাতে বিশেষভাবে আয়োজন করা হয়েছিল এই ‘শক্তি প্রদর্শন’।

আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমানের একটি বি-২ স্টিলথ বোমারু। প্রতিটির দাম প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার। নর্থরপ গ্রুমম্যান নির্মিত এ বিমান ১৯৮০-এর দশকে তৈরি হলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বহরে যুক্ত হয় মাত্র ২১টি। একবার জ্বালানি নিয়ে এটি ছয় হাজার নটিক্যাল মাইল উড়তে পারে এবং আকাশে জ্বালানি ভরলে বিশ্বের যেকোনো স্থানে হামলা চালাতে সক্ষম। আফগানিস্তান, লিবিয়া থেকে শুরু করে সম্প্রতি ইরানের ভূগর্ভস্থ স্থাপনাতেও ব্যবহৃত হয়েছে এ বোমারু। ৪০ হাজার পাউন্ডের বেশি অস্ত্র বহনে সক্ষম এই বিমান একসঙ্গে ১৬টি পারমাণবিক বোমা বহন করতে পারে। পাশাপাশি ‘বাংকার বাস্টার’ জিবিইউ-৫৭এ/বি বোমাও বহন করতে সক্ষম, যা ভূগর্ভস্থ শক্তিশালী স্থাপনাও ধ্বংস করতে পারে। তথসূত্র : নিউইয়র্ক টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হঠাৎ অসুস্থ, জরুরি ঢাকায় প্রেরণ

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

দৈনিক উত্তর কোণ‘র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কর্তন

বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: ছাত্রশিবির সভাপতি