ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

মান নিয়ন্ত্রণ সংস্থার ভূমিকাই শিক্ষার গুণগত পরিবর্তন আনতে সক্ষম -বেরোবি উপাচার্য

মান নিয়ন্ত্রণ সংস্থার ভূমিকাই শিক্ষার গুণগত পরিবর্তন আনতে সক্ষম -বেরোবি উপাচার্য, ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়কে র‌্যাংকিংয়ে এগিয়ে নিতে হলে পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে, শিক্ষা ও গবেষণার মান নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজন একাডেমিক প্রোগ্রামের গুণগত মান যাচাই, উন্নতির ক্ষেত্রগুলো চিহ্নিতকরণ এবং আন্তর্জাতিক মানদন্ডে পৌঁছানোর রুপরেখা তৈরি করা।

শিক্ষা ও গবেষণার মান নিশ্চিতকরণ কার্যক্রম কেবল একটি প্রথাগত বিষয় নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান অনুকরণে একাডেমিক কারিকুলাম প্রণয়ন, দক্ষতা উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনকি দক্ষতার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে শিক্ষার গুণগত মানের ইতিবাচক পরিবর্তন আনতে হবে। আজ বৃহস্পতিবার সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল(আইকিউএসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

কর্মশালায় আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে রিসোর্সপার্সন হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এবিএম রহমতুল্লাহ ‘রোল এন্ড কন্ট্রিবিউশন অব কোয়ালিটি অ্যাসিওরেন্স বডিস ইন বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর’ সম্পর্কিত বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ ও ড. মো. আব্দুর রকিব। কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানদের বিপক্ষে বাংলাদেশের কষ্টার্জিত জয়

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর