বগুড়ার শেরপুরে প্রশাসনের অভিযানে ১০২টি অবৈধ ঘর উচ্ছেদ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রানিহাট বাজারে অবৈধভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার পরিচালিত এই অভিযানে মোট ১০২টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এ সময় রানীরহাট বাজারের সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখলমুক্ত করার জন্য স্থানীয়দের অনুরোধ জানানো হলেও অনেকে স্থাপনা সরাননি। তাই আইনানুগভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সরকারি জায়গা দখলমুক্ত রাখার জন্য এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
আরও পড়ুনমন্তব্য করুন