রংপুরে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুর জেলা প্রতিনিধি: দৈনিক করতোয়ার ৫০ তম বর্ষে পর্দাপন উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে নগরীর পাবলিক লাইব্রেরী হলরুমে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা ও আলোচনা সভা।
সন্ধ্যায় দৈনিক করতোয়ার রংপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পীর সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শওকাত আলী, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, অতিরিক্ত কমিশনার সফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাইদ, বেরোবি রসায়ন বিভাগের সহযোগি অধ্যাপক ড. হারুন অর রশিদ, রংপুর চেম্বারের ভাইচ প্রেসিডেন্ট ও বাজুস জেলা সভাপতি লায়ন এনামুল হক সোহেল, আমাদের প্রতিদিন সম্পাদক মাহবুব রহমান, দৈনিক প্রথম খবরের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সাধারণ সম্পাদক বেলাল হোসেন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ¦ সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এস এম খলিল বাবু, রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানি, সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর জেলা সভাপতি মমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, এস এ টিভির ব্যুরো প্রধান আশিকুর রহমান ডিফেন্স, ঢাকা পোষ্ট রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফরহাদ, আমার দেশ নিজস্ব প্রতিবেদক মেজবাহুল হিমেল, অনলাইন এসোসিয়েশন আহ্বায়ক আতিক হাসান, ইব্রাহিম, টিসিএ আহ্বায়ক আলী হায়দার রনি, সদস্য সচিব ফুয়াদ হাসান, মাহিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাবলু নাগ, তরুণ সংগঠক এ্যাড. পলাশ কান্তি নাগ, ফটো সাংবাদিক রাশেদ রাব্বি, ইমরোজ ইমু, জালাল আহমেদ প্রমুখ।
আরও পড়ুন
পুরো আয়োজন সঞ্চালনা করেন দৈনিক করতোয়ার রংপুর জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর মানিক। এর আগে অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে দৈনিক করতোয়ার ৫০ বছর পর্দাপনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ফুলেল শুভেচ্ছা জানায়। এর পরে কেক কাটেন অতিথিবৃন্দ।
মন্তব্য করুন