ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

মাদারীপুরে ১২ দিন পর মাটিতে পুঁতে রাখা ভ্যানচালকের মরদেহ উদ্ধার

মাদারীপুরে ১২ দিন পর মাটিতে পুঁতে রাখা ভ্যানচালকের মরদেহ উদ্ধার

মাদারীপুরে নিখোঁজের ১২ দিন পর ভ্যানচালক মিজান শেখের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ  মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলার শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার খলিলুর রহমান নান্টুর বাড়ির ভেতরে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নুরুল আমীন ওরফে শামীম নামে একজনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত মিজান শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি এলাকার মৃত আজিজ শেখের ছেলে এবং গ্রেপ্তার শামীম শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের গোমস্তাকান্দি এলাকার হাসেম শেখের ছেলে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩১ জুলাই সকাল ৯টার দিকে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মিজান। রাতে আর বাড়ি ফিরে আসেননি। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেন। গত ১ আগস্ট তার স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শিবচর থানায় একটি নিখোঁজ জিডি করেন। পরে নিখোঁজ মিজানের মোবাইল নাম্বারে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নুরুল আমিন ওরফে শামীম নামে একজনকে কুষ্টিয়ার কুমারখালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আজ মঙ্গলবার সকালে শামীমের দেখানো এবং নিখোঁজের ভাগিনা সুজাত বেপারীর শনাক্ত মতে মিজানকে হত্যার পর মাটিচাপা দেওয়া স্থানটি খুঁজে পাওয়া যায়। এসময় মিজানের মরদেহটি মাটি খুঁড়ে উত্তোলন করা হয়।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদের বলেন, গত ৩১ জুলাই শিবচর পৌর এলাকার মধ্যে থেকে মিজান শেখ নিখোঁজ হলে তার স্ত্রী জিডি করেন। পরে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করি। আমার নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও র‍্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলার কুমার খালি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভ্যানচালক মিজানের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের খোঁজা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদে নারী প্রার্থীদের ছড়াছড়ি, ভোটের মাঠ গোছাতে দৌড়ঝাপ শুরু

গাইবান্ধার মহিমাগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের ৬ নেতা গ্রেফতার

উত্তরাঞ্চলে নানা আয়োজনে করতোয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বগুড়ার ধুনটে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন

বগুড়ায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেফতার