ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

বগুড়ার শিবগঞ্জে দিনেদুপুরে দুঃসাহসিক চুরি

বগুড়ার শিবগঞ্জে দিনেদুপুরে দুঃসাহসিক চুরি। ছবি : দৈনিক করতোয়া

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে দিনেদুপুরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার মীরেরচক গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, শিবগঞ্জ পৌর এলাকার মীরেরচক গ্রামের এনএসআই কর্মকর্তা জাহিদুর রহমান বর্তমানে নাটোর জেলায় কর্মরত আছেন। তার নিজ বাসভবনে স্ত্রী ও সন্তানরা বসবাস করেন।

আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে তার স্ত্রী সন্তানকে নিয়ে মাদ্রাসায় যান। এই সুযোগে চোরেরা বাসভবনের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। একপর্যায়ে ঘরের স্টিলের আলমারির তালা ভেঙে চার লাখ টাকা ও তিন ভরি সোনার অলঙ্কার ও কাপড়চোপড় নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে এনএসআই কর্মকর্তার স্ত্রী চাম্পা বেগম বলেন, আমি ছেলেকে নিয়ে মাদ্রাসায় গেলে এই সুযোগে চোরেরা বাড়ির দরজার ও স্টিলের আলমারি তারা ভেঙে জমি কেনার জন্য রাখা চার লাখ টাকা ও তিন ভরি সোনার অলঙ্কার ও কাপড় চোপড় চুরি করে নিয়ে যায়।

আরও পড়ুন

এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বার্মিজ চাকুসহা কলেজ শিক্ষক গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় বিশেষ ক্ষমতা আইনে ইউপি চেয়ারম্যান রাজু গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী শিশুর লাশ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে গরুকে পিটিয়ে মেরে ফেললো একদল লোক রাখালকেও মারপিট

ঝুট কাপড়েই বগুড়া আদমদীঘির লাখো মানুষের ভাগ্য বদল

গণভোটের মাধ্যমে আইনি রূপ দিতে হবেঃ ড. হেলাল