ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

লিভারপুলকে চমকে দিয়ে কমিউনিটি শিল্ড জয় ক্রিস্টাল প্যালেসের

লিভারপুলকে চমকে দিয়ে কমিউনিটি শিল্ড জয় ক্রিস্টাল প্যালেসের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ওয়েম্বলিতে নাটকীয় জয় তুলে নিয়ে প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড শিরোপা জিতল ক্রিস্টাল প্যালেস। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারাল এফএ কাপ চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের ২-২ সমতার পর পেনাল্টিতে বাজিমাত করে ক্রিস্টাল প্যালেস।

ম্যাচ শুরুর আগে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা দিয়োগো জোটা ও তার ভাই আন্দ্রেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে লিভারপুল। চতুর্থ মিনিটেই ফ্লোরিন উইর্টজের পাসে গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড উগো একিতিকে। তবে পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় প্যালেস। ১৫ মিনিটে ফন ডাইকের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে সমতা ফেরান জা ফিলিপ মাতেতা। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আবারও এগিয়ে যায় লিভারপুল। ডমিনিক সোবোসলাইয়ের লম্বা পাস থেকে জেরেমি ফ্রিমপং দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে লিভারপুল ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখলেও ৭৭ মিনিটে ইসমাইলা সার গোল করে প্যালেসকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

আরও পড়ুন

পেনাল্টি শুটআউটে দুর্দান্ত নৈপুণ্য দেখান প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন। তিনি লিভারপুলের মোহাম্মদ সালাহ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও হার্ভি এলিয়টের শট ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইতিহাস গড়ে ক্রিস্টাল প্যালেস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মার্কিন পণ্য বয়কটের ডাক

ভারতে আটক ৫ বাংলাদেশি, নিজেদের আ. লীগ কর্মী ও পুলিশ সদস্য দাবি

গাইবান্ধায় জামায়াত নেতার বিরুদ্ধে চাকরির জন্য টাকা নেয়ার অভিযোগ

সাংবাদিকদের নিরাপত্তায় লাইসেন্সকৃত অস্ত্র দেওয়ার দাবি

মিয়ানমারে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি

অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা