সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গোয়ালন্দে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১০ আগস্ট) সকাল ১১:৩০ মিনিটে দিকে গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে পৌর শহরের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ।
গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি, বৈশাখী টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আজু শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি গণেশ পাল, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাস, ডেইলি অবজারভারের সিরাজুল ইসলাম, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আমিনুল ইসলাম রানা প্রমুখ।
আরও পড়ুনএছাড়া উপস্থিত ছিলেন, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি কামাল হোসেন, আমার দেশের প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, গণমুক্তি পত্রিকার প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, জনবাণী পত্রিকার প্রতিনিধি জাকির হোসেন, দিনকাল পত্রিকার প্রতিনিধি আক্তারুজ্জামান রনি, সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি লুৎফর রহমান, আলোকিত প্রতিদিনের প্রতিনিধি সোহেল রানা চৌধুরী, করতোয়া পত্রিকার প্রতিনিধি আরিফুর রহমান মিশুক, প্রতিদিনের কাগজের প্রতিনিধি নাজমুল হোসেন, মুক্ত খবরের প্রতিনিধি সেলিম রেজা, প্রলয় পত্রিকার প্রতিনিধি সুজন ফকিরসহ অন্যান্য সাংবাদিকরা।
বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
মন্তব্য করুন