ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

একের পর এক জুঁইয়ের নতুন নতুন ফোক গান

ইসরাত জাহান জুঁই

অভি মঈনুদ্দীন ঃ ইসরাত জাহান জুঁই এই প্রজন্মের জনপ্রিয় ফোক সঙ্গীতশিল্পী। বহু আগেই তিনি তার নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’-এ মনোযোগ দিয়েছেন। যে কারণে তার চ্যানেলে এখন পর্যন্ত বহু গান প্রকাশিত আছে। এরইমধ্যে বিগত কয়েকদিনে তার ইউটিউব চ্যানেলে তার কন্ঠে প্রচলতি ছয়টি ফোক গান প্রকাশিত হয়েছে।

গানগুলো হচ্ছে ‘তোমরা আমায় কী বুঝাইবা’,‘ কেনো হলো দেখারে’,‘ কৃষ্ণ আইলো রাঁধার কুঞ্জে’,‘ প্রাণের জ¦ালা’,‘ ভালোবাসা এমন কেন’, ও ‘ ওরে চিকন কালা’। এই গানগুলো প্রকাশের পর বলা যায় প্রতিটি গানই শ্রোতা দর্শকের কাছে ভীষণ ভালোলাগার সৃষ্টি করেছে। গানগুলো কার লেখা ও কার সুর করা তা বিস্তারিত জুঁইয়ের ইউটিউব চ্যানেলে প্রতিটি গানেই প্রকাশিত আছে।

জুঁই বলেন,‘ আমিতো মূলত একজন ফোক ঘরানার সঙ্গীতশিল্পী। ফোক গান গাইতেই বেশি ভালোবাসি আমি। দেখা গেছে এমন অনেক শিল্পী আছেন যারা এখন ফোক গানের প্রতিও মনোযোগী হয়ে উঠছেন। কারণ ঢাকার বাইরে স্টেজ শোতে গান গাইতে গেলে অনেক সময় শ্রোতা দর্শকের কাছ থেকে ফোক গান গাওয়ার অনুরোধ আসে। যে কারণে যারা আধুনিক গান গেয়ে থাকেন তারাও এখন ফোক গানের প্রতি মনোযোগী হয়ে উঠছেন। এমন কী তারা বিভিন্ন চ্যানেলেও এখন ফোক গান পরিবেশন করেন। এটা আমার কাছে অনেক ভালোলাগার, কারণ একজন ফোক সঙ্গীতশিল্পী হিসেবে বিষয়টা আমাকে আনন্দ দেয়। আর আমিতো সবসময়ই ফোক গান গাই, মা মাটি দেশের গান গাইতেই আমার বেশি স্বাচ্ছন্দ্য।

এরইমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আমার কন্ঠে আরো বেশকিছু প্রচলিত ফোক গান প্রকাশিত হয়েছে। এই গানগুলো প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছি। সত্যি বলতে কী এখনো যে ফোক গানের প্রতি মানুষের প্রবল আগ্রহ আছে তা আমি বেশ ভালোভাবে উপলদ্ধি করতে পারি। সত্যি বলতে কী ফোক গানের মাঝেই গ্রাম বাংলার কথা, গ্রাম বাংলার মানুষের কথা, মনের কথা উঠে আসে। মানুষের আবেগও অনেক বেশি ফোক গানকে ঘিরেই। যারা আমার গানের নিয়মিত শ্রোতা তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। জুঁইয়ের কন্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান ছিলো ‘তুমি বুঝলানা’।

আরও পড়ুন

এরপর তার কন্ঠে প্রকাশিত আলোচিত, সাড়া ফেলা গানগুলো হলো ‘মিরপুর এক্সপ্রেস’,‘ শেষ পাখি’,‘ দুষ্টু মেয়ে’,‘ ষোলকলা’,‘ মরার কোকিলে’,‘ ভাগ্যে ছিলিনা’,‘ বন্ধু বড় মায়া লাগাইছে’,‘ প্রেমের হাওয়া’,‘ তুমি কারে পাইয়া সুখি’,‘ পিরিত মধুর যন্ত্রণা’ ইত্যাদি। আর কাভার করা গানের মধ্যে আলোচিত ‘তোমরা কইওগো বুঝাইয়া’ (প্রায় তিন কোটি), ‘জীবন মানে যন্ত্রণা’,‘কলিজা ভুনা’,‘ বন্ধু বিনে প্রাণ বাঁচেনা’, ইত্যাদি গান জুঁইয়ের কন্ঠে আবারো ভীষণ আলোচনায় আসে।

সব মিলিয়ে জুঁই এখন পর্যন্ত ২০০’র বেশি গান করেছেন। কিছুদিন আগেই তিনি ঢাকার সরকারী সঙ্গীত কলেজ থেকে লোক সঙ্গীত বিষয়ে অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। একই কলেজে তিনি একই বিষয়ে বর্তমানে মাস্টার্স করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি ১০ ভরি সোনার গহনা ও টাকা লুট

বগুড়ার আদমদীঘিতে ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা

কুড়িগ্রামে সবুজ উৎসবে শতাধিক পরিবেশ প্রেমীর অংশগ্রহণ

বগুড়ার শিবগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে পাঁচ নারীসহ ৭ মরদেহ উদ্ধার

বগুড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলায় গ্রেফতার-১